Breakingখেলাধুলা

এপ্রিলে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম

অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা কাটলো। আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে শ্রীলঙ্কার সফর সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এই খবর নিশ্চিত করেছেন।

কোভিড-১৯ মহামারির কারনে কোয়ারেন্টাইন ঝামেলার জন্যএর আগে দুই দফা শ্রীলঙ্কা সফর পেছানো হয়। এর মধ্যেও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। সেই আলোচনা ফলপ্রসু হয়েছে। নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে টাইগাররা।

বিসিবির প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, দুটি টেস্ট একই ভেন্যুতে হবে। ভেন্যু নির্ধারণ করা হয়েছে কলম্বো।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘দুইটা টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যে সব আছে এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’

টেস্ট সিরিজ শেষে মাঝে কয়েকদিনের বিরতি। ফিরতি সফরে আবার ২০ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেই সফরে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কান দল।

নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘আসার পরে হয়তো আমরা ১৪-১৫ দিনের একটা গ্যাপ পাব। আমরা আশা করছি, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে যে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ খেলার কথা, সেটির জন্য ২০ মে’র দিকে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে, ঈদের পরে যত দ্রুত সম্ভব।’

 

আরও খবর পেতে দেখুনঃ লাইফস্টাইল সংবাদ – কর্পোরেট সংবাদ  

Bd Cricket News Update, Bd Cricket News Update

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 5 =

Back to top button