বিপিএল মাতাতে আসছেন সালমান-ক্যাটরিনা
Bd News Live Today
বঙ্গবন্ধু বিপিএলের পুরো আসর জুড়েই চমক থাকছে। চমক থাকছে আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড মেগাস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
এমন খবরই নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।
৮ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিপিএলের এ বিশেষ আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও আরও তিন থেকে চারজন বলিউড তারকাকে আনার চেষ্টা চলছে। সঙ্গে বাংলা ও হিন্দি সঙ্গীত জগতেরও বেশ কজন শীর্ষ তারকার উপস্থিতির জোর সম্ভাবনাও রয়েছে।
জানা গেছে, বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড সুপারস্টার সালমান খানের অংশগ্রহণ নিশ্চিত। সালমান খান একা নন, নিশ্চিত হয়েছে ক্যাটরিনা কাইফের নামটিও। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন আজ (১ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বিসিবি সিইও জানান, তারা বেশ উল্লেখযোগ্য সংখ্যক তারকার সমাবেশ ঘটানোর চেষ্টা করছেন। তবে ঠিক কারা কারা বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে আলোকিত করতে ও রং ছড়াতে আসছেন, এ মুহূর্তে সেই তালিকা চূড়ান্তভাবে তিনি বলতে পারেননি। কারণ সবার অংশগ্রহণ নাকি এখনও নিশ্চিত হয়নি।
নিজামউদ্দীন চৌধুরী বলেন, নিশ্চিত হলেই আমরা ঘোষণা দেবো- কারা আসছেন, কবে কখন আসছেন। তবে এটুকু বলতে পারি বলিউড সুপারস্টার সালমান খান ও নায়িকা ক্যাটরিনা কাইফ আসছেন। তারা ইতিমধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলা মাঠে গড়াবে ১১ ডিসেম্বর।
Tag: Bd News Live Today, Bangla Latest News
আরও জানুন Katrina-Salman Showbiz news