Lead Newsরাজনীতি

মৌলবাদ উসকে দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

সরকার মৌলবাদ উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এর উদ্দেশ্য, যেন এটাতে তারা রাজনৈতিক ফায়দা লুটতে পারে। বিএনপির ঘাড়ে দোষ দিয়ে নিঃশেষ করার ছুতা খুঁজছে। এটি নোংরা রাজনীতি। এর ফলে দেশের ক্ষতি হচ্ছে।’

ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া ও আন্দোলনের অংশ হিসেবে।’

‘বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই’- এমন মন্তব্য করে এ সময় মির্জা ফখরুল আরো বলেন, ‘এসব আওয়ামী লীগের সৃষ্টি। মৌলবাদের উত্থান আওয়ামী লীগের আমলে হয়েছে। বিএনপির সঙ্গে মৌলবাদের সম্পর্ক নেই। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে, কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া ও আন্দোলনের অংশ হিসেবে।’

এ ছাড়া দেশের শিল্পপ্রতিষ্ঠান বন্ধের সমালোচনা করে অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব।

এ সময় পৌর মেয়র মির্জা ফয়সল আমীন ও আসন্ন পৌর নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী শরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও আপডেট খবর পেতে দেখুনঃ স্বাস্থ্য ও চিকিৎসা কর্পোরেট সংবাদ

Bd News 24Update, Bd News 24Update

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 18 =

Back to top button