বিচিত্র

পরীক্ষায় পাশ না করলে বিয়ে করা যাবে না!

Latest News Update: Positive News Bd

ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যুগলকে পরীক্ষা দিতে হবে। সরকারি ওই পরীক্ষায় পাশ করতে না পারলে বিয়ে করা যাবে না। দেশটির মানব উন্নয়ন ও সংস্কৃতি মন্ত্রণালয় এমন কর্মসূচির কথা জানিয়েছে। বিয়ের আগে বাধ্যতামূলকভাবে যুগলদের তিনমাসব্যাপী ক্লাসে অংশ নিতে হবে। পরীক্ষায় পাশের পর মিলবে সনদপত্র।

যদিও, এই বছর এ কর্মসূচি শুরুর কথা রয়েছে। মানব উন্নয়ন ও সংস্কৃতি মন্ত্রী মুহাদজির ইফেন্দি বলেন, যারা বিয়ে করে তাদের পরিবার কীভাবে গঠন করে সে বিষয়ে কিছু ধারণা থাকা দরকার। কোর্স শেষ করার পর সনদপত্র এটা নিশ্চিত করার জন্য দেয়া হবে যে যুগলদের সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে।

ওই কর্মসূচিতে তিন মাস প্রত্যেক যুগলকে প্রজননবিষয়ক স্বাস্থ্য, পরিবারের সদস্যদের গুরুতর অসুস্থতা, গার্হস্থ্য অর্থনীতি, ইত্যাদি বিষয়ে শিক্ষা দেয়া হবে।

মন্ত্রী মুহাদজির এফেন্দি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সম্প্রতি ইন্দোনেশিয়ায় বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়েছে। বিবাহ বিচ্ছেদ কেন বাড়ছে তা জানতে গিয়েই দেখা যায়, বিভিন্ন ক্ষেত্রে মনােমালিন্য হচ্ছে নতুন প্রজন্মের দম্পতিদের মধ্যে। নব দম্পতিরা যাতে শান্তিতে সংসার করতে পারেন, সে কারণেই প্রি-ওয়েডিং কোর্সের ভাবনা। সরকারের এই প্রি-ওয়েডিং কোর্সের সিলেবাসে থাকছে যৌন শিক্ষা, সন্তান কীভাবে মানুষ করবেন তার প্রশিক্ষণ।

তা ছাড়া কীভাবে সংসারের দৈনন্দিন কাজ সামলে দাম্পত্য জীবন সুখী করা যায়, সেই প্রশিক্ষণও। বেশ কিছু রােগ এবং তার প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও আলােচনা করা হবে এই পাঠ্যক্রমে। মূলত এই কোর্সে বিবাহ পরবর্তী কী কী পরিবর্তন ও সংসার ধর্ম পালন ও পরিবারকে নিয়ে কীভাবে থাকা, খাওয়া ও সন্তান লালনপালন করতে হবে এসব বিভিন্ন বিষয় নিয়ে একটি কোর্স চালু করছে ইন্দোনেশিয়া সরকার।

 

Latest News Update: Positive News Bangladesh 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − seven =

Back to top button