আবারও মেসিকে বিশ্বসেরা হিসেবে স্বীকৃতি দিলেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে মেসির চেয়ে উচ্চমানের ফুটবলার এই বিশ্বে আর কেউ নেই।
যদিও এবারের ব্যালন ডি’অর ফন ডাইক জিতলেই খুশি হতেন ক্লপ। মেসির ব্যালন ডি’অর জেতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিদ্ধান্তটি সাংবাদিকদের, তাই না! তাদের সিদ্ধান্তকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে। তারা ঠিক সিদ্ধান্তই নিয়েছে।’
তবে ফন ডাইককে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করেন লিভারপুল কোচ। তিনি বলেন, ‘তারপরেও আমি চেয়েছিলাম এবার পুরস্কারটি ফন ডাইকই জিতুক। সত্যি বলতে এমন সুন্দর ডিফেন্সিভ সিজন কেউই হয়তো কখনোই কাটাতে পারেনি।’
গেল মৌসুমটা দারুণ কেটেছিল মেসির। তার নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। দলটিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ও কোপা দেল রের ফাইনালে ওঠাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। তার ব্যক্তিগত নৈপুণ্যও ছিল চোখ ধাঁধানো। লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করেছিলেন তিনি। জিতেছিলেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি ও ইউরোপের সব লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শ্যু। চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ ১২ গোল করেছিলেন তিনি।
এরপরই মেসির শ্রেষ্ঠত্ব প্রসঙ্গে ক্লপ জানান, ‘লিওকে আমি আমার জীবনে মনে হয় ৫ লক্ষ বার সেরা ফুটবলার হিসেবে মেনে নিয়েছি। যখন আমি অনেক ছোট ছিলাম তখন পেলে এবং বেকেনবাওয়ারকে দেখেছিলাম, তারপর ম্যারাডোনাকেও দেখেছিলাম। আমি জানি না তারা ঠিক কোন মানের ফুটবলার ছিল। আমার কাছে মেসিই সেরা। তার থেকে প্রতিভাবান ফুটবলার এ ফুটবল দুনিয়া কখনো দেখেনি; আর দেখবেও না।’ সূত্র দ্য গার্ডিয়ান
আরও দেখুনঃ খেলার খবর, সাদা মাটা মেসির জীবন
Tag: Bangla News Update, Bangla Update News