শাওনকে বিয়ে করছেন তাহসান! (ভিডিও ভাইরাল)
শিরোনামটা দেখে অনেকেই হয়তো ভিমড়ি খেয়ে যাবেন। যেমনটা খেয়েছিলেন মেহের আফরোজ শাওন। মিথিলার বিয়ের রেশ কাটতে না কাটতেই গুজব উঠেছে বিয়ে করেছেন তাহসান-শাওন।
আর এমন গুজব নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করে জানিয়েছেন শাওন নিজেই। পাঠকদের জন্য শাওনের সেই স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো-
গতকাল থেকে মনটা খুব খারাপ ছিল।
একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্ট এর হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!
ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি(!), মধ্যিখানে লাল হৃদপিন্ড(!!) আর পেছনে হাতের ওপরে হাত(!!!) দেখে কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি…
অবশেষে!!!
প্রসঙ্গত, সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।
অপরদিকে ২০০৪ শাওনকে বিয়ে করেন হুমায়ূন আহমেদ। এ ঘরে তাদের তিন ছেলে-মেয়ে জন্মগ্রহণ করে। প্রথম ভূমিষ্ঠ কন্যাটি মারা যায়। ছেলেদের নাম নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।
উল্লেখ্য, বেশ কিছুদিনের গুঞ্জনকে সত্যি করে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেছেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। শুক্রবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।
আরও দেখুনঃ বিনোদন সারাদিন, সালমান ক্যাটরিনা এখন ঢাকায়
Tag: Bd Showbiz News, Showbiz news in bd