Lead Newsক্রিকেটখেলাধুলা

বাংলাদেশের সামনে মাত্র ৬ রানে অলআউট মালদ্বীপ

একের পর এক ম্যাচে নাকানি-চুবানি খেয়েছে মালদ্বীপের মেয়েরা। এসএ গেমসে ক্রিকেট খেলতে এসে তারা হয়তো ব্যাট ধরা শিখেছে কিংবা বল ছুড়ে মারা শিখেছে। এর চেয়ে বেশি কিছু নয়।

না হয়, নেপালের কাছে ১৬ রানে, শ্রীলঙ্কার কাছে ৩০ রানে অলআউট হওয়ার পর এবার বাংলাদেশের কাছে অলআউট হলো মাত্র ৬ রানে। বাংলাদেশের জয় ২৪৯ রানের বিশাল ব্যবধানে। বুধবার শ্রীলঙ্কার কাছেও ২৪৯ রানে হেরেছিল তারা।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খেলেছে ১২ ওভার। রান করেছে কেবল ৬। তাতেই অলআউট হয়ে গেছে দ্বীপ দেশটির মেয়েরা।

টস জিতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি উপহার দেন বাংলাদেশের নিগার সুলতানা এবং ফারজানা হক। ১৯ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নেয়ার পর জুটি বাধেন নিগার এবং ফারজানা।

মালদ্বীপের বোলারদের এরপর তুলোধুনো করতে থাকেন নিগার-ফারজানা। দু’জনের ব্যাট থেকে আসে ২৩৬ রানের বিশাল জুটি। ৬৫ বলে ১১৩ রানে নিগার সুলতানা এবং ৫৩ বলে ১১০ রানে অপরাজিত থাকেন ফারজানা হক। নিগার সুলতানা ১৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৩টি। ফারজানা হক বাউন্ডারি মারেন ২০টি।

ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান তোলার আগেই ২ জন আউট। ২ রানে তৃতীয় উইকেট, এরপর চতুর্থ, পঞ্চম এবং ৬ষ্ঠ উইকেটের পতন হয়। ৩ রানের মাথায় আউট হন সপ্তম ব্যাটসম্যান। চার রানে ৮ম উইকেট, ৬ রানে পড়লো ৯ম এবং ১০ উইকেট। শাম্মা আলি করেন সর্বোচ্চ ২ রান। আটজন ব্যাটসম্যান আউট হন শূন্য রানে।

বাংলাদেশের হয়ে রিতু মনি এবং সালমা খাতুন নেন ৩টি করে উইকেট। রাবেয়া খান এবং নাহিদা আক্তার নেন ১টি করে উইকেট।

মালদ্বীপের বোলারদের এরপর তুলোধুনো করতে থাকেন নিগার-ফারজানা। দু’জনের ব্যাট থেকে আসে ২৩৬ রানের বিশাল জুটি। ৬৫ বলে ১১৩ রানে নিগার সুলতানা এবং ৫৩ বলে ১১০ রানে অপরাজিত থাকেন ফারজানা হক। নিগার সুলতানা ১৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৩টি। ফারজানা হক বাউন্ডারি মারেন ২০টি।

 

আরও দেখুনঃ  আপডেট খেলার খবর 

Tag: Bd Sports News, Bd News Sports

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 2 =

Back to top button