হিজাব পড়ায় সমাবর্তনে ঢুকতে বাধা, স্বর্ণপদক প্রত্যাখ্যান
হিজাব পড়ায় বিশ্ববিদ্যালয় সমাবর্তনে ঢুকতে বাধা দেয়ায় প্রাপ্ত স্বর্ণপদক প্রত্যাখ্যান করেছেন স্নাতকোত্তরে প্রথম স্থান অর্জনকারী এক ভারতীয় শিক্ষার্থী। ভারতে চলমান নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এ পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।
সোমবার জওহরলাল নেহেরু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবর্তনে দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের হাত থেকে স্বর্ণপদক গ্রহণের কথা ছিল শিক্ষার্থী রাবিহা আব্দু রেহিমের। কিন্তু হিজাব পড়ে থাকার কারণে সেখানকার নিরাপত্তাকর্মীরা তাকে অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেয় বলে জানা গেছে। খবর- কলকাতা টোয়েন্টি ফোর
রাবিহা ভারতের তামিলনাড়ু রাজ্যের পন্ডিচেরি ইউনিভার্সিটির মাস কমিউনিকেশন এর শিক্ষার্থী ছিলেন। ২০১৮ সালের ব্যাচের সর্বোচ্চ নাম্বার পাওয়া শিক্ষার্থী রাহিবা।
রাবিহা জানান, সমাবর্তন শুরুর আগে অডিটোরিয়ামে প্রবেশের জন্য গেলে তাকে বাধা দেয়া হয়। বলা হয়- প্রেসিডেন্ট থাকা অবস্থায় হিজাব পড়ে ভিতরে প্রবেশ করা যাবে না। ভিতরে প্রবেশ করতে হলে তাকে হিজাব খুলতে হবে। কিন্তু নিরাপত্তাকর্মীদের এ শর্তে রাজি হননি রাবিহা। রাষ্ট্রপতি অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার পর তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। তবে এরপর স্বর্ণপদক নিতে অস্বীকার জানান তিনি।
তিনি বলেন, আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদে আমি পদক গ্রহণে অস্বীকার করেছি। হিজাব পড়ার কারণে নিরাপত্তাকর্মীরা আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল। তারা এমন ব্যবহার করছিল যেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ভিতরে প্রবেশ করতে চাইছি।
তিনি আরো বলেন, দেশের শিক্ষার্থীরা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াই করছে। তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ স্বরুপ আমি এ পদক অস্বীকার করছি।
এরইমধ্যে রাবিহার ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে সেখানে, ডেইলি বাংলাদেশ।
আরও খবর পেতেঃ সম্মান ও স্বীকৃতি এবং কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?
Tag: Bdnews24 com, Bdnews24 com bd