জাতীয়

৫ বিশিষ্ট নারী পেলেন বেগম রোকেয়া পদক

দেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে প্রতি বছর বিশিষ্ট নারীদের ‘বেগম রোকেয়া পদক’ দিয়ে আসছে সরকার। সেই ধারাবাহিকতায় এ বছর পাঁচ জন বিশিষ্ট নারীকে এই পদক দেয়া হয়েছে।

আজ বুধবার রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে তাদের হাতে ‘বেগম রোকেয়া পদক-২০২০’ তুলে দেয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী

যারা পদক পেয়েছেন, তারা হলেন- নারী শিক্ষা ক্যাটগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে বেগম মুশতারী শফী বলেন, ৮৩ বছর বয়সে এসে পদক পেলাম। আমি সত্যিই খুবই আনন্দিত এবং অনেক বেশি ভালো লাগছে।

নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

‘বেগম রোকেয়া পদক’ নারীদের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত করা হয়। ১৯৯৫ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে।

আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক সংবাদ ক্যারিয়ার সংবাদ

Begum Rokeya Podok, Begum Rokeya Podok

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =

Back to top button