২০২১ সালে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে ধনী দেশগুলো: বিল গেটস
পৃথিবীর ধনী দেশগুলো ২০২১ সালের শেষের দিকে স্বাভাবিকের দিকে ফিরে আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ।
তবে এর জন্য অবশ্যই করোনার টিকা কার্যকর হওয়ার পর তা শিগগিরই পাওয়ার পাশাপাশি সঠিকভাবে বিতরণ করতে হবে। গত মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের সিইও কাউন্সিলকে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিল গেটস বলেছেন, ‘আগামী বছরের মধ্যেই স্বাভাবিকের খুব কাছাকাছি চলে যেতে পারে, তবে তা সর্বোচ্চ ভালো পরিস্থিতি বিবেচনায়।’ অবশ্য তিনি সতর্ক করে বলেছেন, ‘টিকা এখনো সফল হবে কি না, তা আমরা জানি না। যথেষ্ট পরিমাণ টিকা উৎপাদনে সময় লাগবে। এমনকি যুক্তরাষ্ট্রের এবং অন্যান্য দেশের সঙ্গে টিকার বিতরণ গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোভিড-১৯-এর টিকা তৈরির দৌড়ে ফাইজার ও বায়ো এন টেক এবং অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুটি টিকা শীর্ষ পর্যায়ে রয়েছে। এ দুটি টিকা পশ্চিমা দেশগুলোতে প্রথমে নিয়ন্ত্রকের অনুমোদন পেতে পারে।
গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও বলেছেন, এ বছরের শেষ নাগাদ কোভিড-১৯-এর বিরুদ্ধে একটি টিকা প্রস্তুত হয়ে যেতে পারে।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস চরম দারিদ্র্য ও স্বাস্থ্যসেবা খাতে দাতব্য কাজ চালাতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার দান করেছেন। গত মাসে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ১৬টি ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি করে। গেটস বলেছেন, দ্রুতগতিতে টিকার উৎপাদন বাড়াতে এবং তা সরবরাহ নিশ্চিত করতে তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আরও খবর পেতে দেখুনঃ করোনা সর্বশেষ নিউজ – রাজনীতি
Bill Gates News, Bill Gates News, Bill Gates News