ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত
চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে কাঁপছে গোটা বিশ্ব। এবার এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
শুক্রবার টুইটারে এক ভিডিও পোস্ট করে করোনায় আক্রান্তের বিষয়টি প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই জানান।
তিনি জানান, করোনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। সেজন্য স্বেচ্ছা আইসোলেশনে গেছেন তিনি।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার করোনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে বলে এক ভিডিও বার্তায় বরিস নিজেই জানিয়েছেন।
সেজন্য স্বেচ্ছা আইসোলেশনে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের আক্রমণে কাঁপছে। সবশেষ হিসাবে, করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। মারা গেছেন ২৪ হাজারেরও বেশি মানুষ।
এক ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, ‘আমার করোনা ভাইরাস পজিটিভ এসেছে। গত ২৪ ঘন্টায় আমার হালকা লক্ষণ প্রকাশ পেয়েছে। আমি এখন স্বেচ্ছায় আইসোলেশনে আছি। আগামী দিনগুলোতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশ নেব। আমরা একসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবো এবং এটাকে পরাজিত করবো।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ শুক্রবার ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করছে।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত মোট ১১ হাজার ৬৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৭৮ জন।
জনসন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় উপসর্গ দেখা দেওয়ার পর আমার স্বাস্থ্য পরীক্ষায় মৃদু করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আমি এখন আইসোলেশনে আছি। তবে, আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’