Lead Newsপ্রকৃতি ও জলবায়ূ

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস

গত কয়েকদিন ধরে সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জনজীবন। দেশের উত্তরাঞ্চলে শীতের এ তীব্রতা যেন আরো বেশি।

বুধবার সকালে দেশের উত্তরাঞ্চলের সর্বশেষ উপজেলা তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

প্রসঙ্গত, পৌষের শুরু থেকেই শীতের এমন দাপটে কাবু হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। বিশেষ করে হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় জেলার সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় অনুভূত হচ্ছে হাড়কাঁপানো শীত। গত কয়েকদিন ধরে ভালোভাবে দেখা মিলছে না সূর্যের। আবার সূর্য উঠলেও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, সূত্র ইউএনবি।

প্রসঙ্গত, গত বছরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল আবহাওয়া অধিদপ্তর। চলতি বছরে তা অতিক্রম করবে কি না তা সময়ই ওপরই নির্ভর করছে।

এর আগে, ২০১৮ সালের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে আরও জানা যায়, দেশে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে, অতি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়। ৪ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়। ৬ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে মাঝারী শৈত্যপ্রবাহ বয়ে যায় এবং ৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

বর্তমানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করায় এবং তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় বিপাকে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের বাসিন্দারা। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানান রোগে।

আরও সংবাদঃ কৃষি ও জলবায়ু এবং এই শীতে তারকারা

Tag: Breaking news in Bangladesh, Bangladesh in breaking news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fifteen =

Back to top button