Lead Newsজাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীন: শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক এগিয়ে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী চীন।

রবিবার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানেই এমন প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 

শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের এবং সময়ের সাথে তা আরও দৃঢ় হয়েছে। কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার পর থেকেই দুই দেশ একে অন্যের প্রতি সব সময় শ্রদ্ধা দেখিয়েছে এবং সমান হিসেবে দেখেছে। বেড়েছে পারস্পরিক রাজনৈতিক আস্থা।

এদিকে, চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং শুভেচ্ছা বিনিময় করেছেন।

লি কেকিয়াং গত বছর চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল সফরের কথা স্মরণ করেন এবং দু’দেশের জনগণের জন্য আরও বেশি সুবিধা বয়ে আনতে সকল ক্ষেত্রে বাংলাদেশের সাথে সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দেশের সম্পর্ক ও আন্তরিকতার বন্ধন সামনের দিনগুলোতে আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

এদিকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চীনের ধারাবাহিক সমর্থনের কথা, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে চীনা বিনিয়োগের মাত্রা বৃদ্ধির কথা উল্লেখ করেন।

মিয়ানমারের গৃহহীন রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করায় চীনের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও খবর পেতে দেখুনঃ কর্পোরেট নিউজখোলা জানালা

China Bangladesh Relations, China Bangladesh Relations

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 2 =

Back to top button