Lead News

২২২ বছর পর প্রথম হজ বাতিলের সম্ভাবনা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস অন্যান্য দেশের মতো সৌদি আরবেও ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে দেশটির পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাতে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে। পুরো দেশে ঘোষণা করা হয়েছে লকডাউন।

এমন পরিস্থিতিতে চলতি বছর মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় জমায়েত পবিত্র হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ এরই মধ্যে সৌদি সরকার বিশ্বের সব মুসলমানদের হজ নিবন্ধন কার্যক্রম আপাতত শুরু না করার আহ্বান জানিয়েছে।

আশঙ্কা করা হচ্ছে চলমান অবস্থা আরো দীর্ঘ হতে থাকলে ১৭৯৮ সালের পর এই প্রথম বাতিল হতে পারে পবিত্র হজ। যা ২২২ বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে।

সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে এ বছর হজ বাতিল হতে পারে। ইসলামের ইতিহাসে অবশ্য হজ বাতিলের ঘটনা আগেও ঘটেছে। তবে আধুনিক ইতিহাসে এটা হবে বিরল ঘটনা। সর্বশেষ প্রায় ২২২ বছর আগে ১৭৯৮ সালে হজ বাতিল করা হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের জুলাইয়ের শেষ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে। এ থেকে অনুমান করা হচ্ছে, চলতি বছর হজ অনুষ্ঠিত নাও হতে পারে। জুলাই মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা এ বছরের হজের আনুষ্ঠানিকতা। তবে হজের নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমদের হজে অংশগ্রহণের বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত এক হাজার ৮৮৫ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ২১ জনের। এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ১০ লাখ ১৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর ৫৩ হাজারের বেশি মানুষের প্রাণ হারিয়েছেন এ ভাইরাসে

 

আরও খবর পেতে দেখুনঃ ১২ টা নিয়ম মেনে চলুন করোনা মুক্ত থাকুন স্বাস্থ্য কথা 

Corona Update, Corona Update

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Back to top button