Lead Newsকরোনাভাইরাস

৫ মিনিটে করোনাভাইরাস টেস্ট

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ল্যাব বহনযোগ্য একটি টেস্ট উপকরণ তৈরি করেছে, এর মাধ্যমে পাঁচ মিনিটের কম সময়ে যে কারো কোভিড-১৯ টেস্ট করা যাবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এ্যাববোট ল্যাবরেটরিস বলেছে, যথাসম্ভব দ্রুত সময়ে পর্যাপ্ত টেস্ট শুরু করতে এটি স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জরুরি অনুমোদন দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষুদ্র এই পরীক্ষণ যন্ত্রটিতে মলিকুলার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তবে এটিতে ১৩ মিনিটের মধ্যে করোনা নেগেটিভ রেজাল্ট পাওয়া যাবে।

এ্যাববোট প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার রবার্ট ফোর্ড বলেছেন, ‘কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে বহুমুখী লড়াই চালাতে হবে এবং এই পোর্টেবল মলিকুলার টেস্ট কয়েক মিনিটের মধ্যে ফলাফল পাওয়ায় বৃহৎ পরিসরে ডায়াগনস্টিক সমস্যার সমাধান হবে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এটি খুব প্রয়োজন।’

ফোর্ড বলেন, টেস্টের ক্ষুদ্র আকারের তাৎপর্য হলো, এটি হাসপাতালের চার দেয়ালের বাইরে মহামারী ছড়িয়ে পড়া হটস্পটগুলোতে স্থাপন করা যাবে। এ্যাববোট এসব এলাকায় এই টেস্ট নিয়ে যাওয়ার জন্য এফডিএ’র সাথে কাজ করছে।

‘অ্যাবট ল্যাবরেটরি’ নামে সংস্থা জানিয়েছে, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এই সংস্থাকে খুব দ্রুত অনুমোদন দেওয়া হচ্ছে। জরুরী ভিত্তিতে এই পরীক্ষা চালু করার জন্য আগামী সপ্তাহের মধ্যেই অনুমোদন দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

ছোট একটি টোস্টারের মত দেখতে মেশিন তৈরি করেছে এই সংস্থা। মলিকিউলার টেকনোলজি ব্যবহার করে এই যন্ত্র তৈরি করা হয়েছে। এতে কারও দেহে সংক্রমণ হয়েছে কিনা তা বলে দেওয়া যাবে মাত্র ৫ মিনিটে, আর সংক্রমণ নাহলে তা বলতে সময় লাগবে ১৩ মিনিট। সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই প্রযুক্তির কথা জানানো হয়েছে।

অ্যাবট এর প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য এই যন্ত্র খুবই কার্যকরী হবে। মাত্র কয়েক মিনিটের যদি ফলাফল সামনে আসে, তাহলে চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আর যেহেতু এই মেশিনটি আকারে ছোট, তাই এটি হাসপাতালের বাইরের দিকে যে কোনও একটি জায়গায় রেখে দেওয়া যাবে। হাসপাতালের ভিতরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও কমবে।

 

আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস নিউজবিচিত্র নিউজ

Corona Virus News, Corona Virus News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =

Back to top button