Lead Newsরাজনীতি

শীতে করোনা মোকাবেলায় সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেইঃ জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বিশেষজ্ঞের ধারণা আসন্ন শীত মৌসুমে করোনার প্রকোপ বেড়ে যেতে পারে। সেই ভয়াবহ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে তা কেউ জানেনা। শীত মৌসুমে করোনা পরিস্থিতি ভয়াবহ হলে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হবে বা কেমন প্রস্তুতি আছে তা দেশবাসী জানতে চায়। কারন, শীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেই।

তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি সম্বন্ধে বিভ্রান্তি বিরাজ করছে। দেশের মানুষ জানেনা, করোনার সংক্রমণ বাড়ছে নাকি কমছে।

তিনি বলেন, করোনা মোকাবেলায় হাততালি পাওয়ার মত কোন সাফল্য নেই স্বাস্থ্য মন্ত্রনালয়ের।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, করোনা আক্রান্ত রোগীর জটিলতা বেড়ে গেলে যে চিকিৎসা প্রয়োজন তা সরকারী হাসপাতাল গুলোতে নেই। দেশের প্রত্যান্ত অঞ্চল বা জেলা পর্যায়ে করোনার চিকিৎসা সেবা নেই বললেই চলে। দেশের কিছু বেসরকারী হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা আছে কিন্তু তা খুবই ব্যায়বহুল। সাধারণ মানুষের সামর্থ নেই বেসরকারী হাসপাতালে চিকিৎসা নেয়ার। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে ফেনী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় পাটি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, করোনাকালে ক্ষুদ্র ব্যাবসা এবং ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে অনেকেই জীবন চালাচ্ছে। তাই আইনের দোহাই দিয়ে হতদরিদ্র মানুষের জীবিকায় আঘাত দেয়া যাবেনা। করোনাকালে মানুষকে বাঁচতে দিতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যান্ত সম্ভবনাময়। তাই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতার পালাবদল দেখতে চায়না। দেশের মানুষ এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে। দেশের মানুষ জাতীয় পার্টিকে আরো শক্তিশালী দেখতে চায়। দেশের মানুষ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, জাতীয় পার্টির এগিয়ে চলার পথে কেউ বাঁধা সৃষ্টি করতে পারবেনা। জাতীয় পার্টির এগিয়ে চলায় কোন প্রতিবন্ধকতা বরদাশ করা হবেনা। বলেন, ফেনী জেলাকে জাতীয় পার্টির দূর্গে পরিনত করা হবে।

আরও দেখুনঃ করোনা আপডেটপ্রতিদিনের খাবার তালিকা যেমন হওয়া উচিৎ

Corona Virus Update, Corona Virus Update

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

Back to top button