Lead Newsকরোনাভাইরাসজাতীয়

বাংলাদেশেও তাবলীগ জামাতের মুসল্লি করোনা আক্রান্ত

তাবলীগ জামাতে আসা এক মুসল্লি করোনায় আক্রান্ত হওয়ায় মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

করোনা আক্রান্ত ওই ব্যক্তি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তার বয়স আনুমানিক ৬০ বছর। তিনি সিংগাইর পৌরসভার আজিমপুর নয়াডাঙ্গী এলাকার বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদরাসায় তাবলীগ জামাতে এসেছিলেন।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ মার্চ থেকে ১২ সদস্যের একটি তাবলীগ জামাতের দল ওই মাদরাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে ফরিদপুর থেকে আসা ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্মীয়ের সঙ্গে ঢাকায় আইইডিসিআরে গিয়ে পরীক্ষা করান।

পরে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে তাকে আইইডিসিআরের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্যান্য ১১ সদস্য ও স্থানীয় ৬ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার রাত ১২টার দিকে আইইডিসিআর থেকে তার করোনায় আক্রান্তের খবর আমাদের জানানো হয়। এরপরই সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

মানিকগঞ্জের সিংগাইরে তাবলিগ জামায়াতে গিয়ে এক মুসল্লি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর সংগঠনটি বাংলাদেশে তাদের দাওয়াতের সব কার্যক্রম স্থগিত করে। গত শনিবার রাতেই তাবলিগ জামাতের আলমী শূরার এ নির্দেশনা দেশের সব মার্কাজকে পাঠানো হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রামের মেখল মাদ্রাসার শিক্ষক ও তাবলিগের চারিয়া মার্কাজের দায়ী মাওলানা জাকারিয়া নোমান। তাবলিগ জামাতের আলমী শূরার সদস্য মাওলানা রকিবুল ইসলামের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।

ফরিদপুরের নগরকান্দা থেকে মানিকগঞ্জের সিংগাইরে তাবলিগ জামাতে গিয়ে সেই ব্যক্তি করোনায় আক্রান্ত হন। ঘটনায় গত শনিবার রাত ১২টা পৌর এলাকা লকডাউন করে স্থানীয় প্রশাসন। এরপর তাবলিগ জামাতের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পরিষদ তাদের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে।

 

আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাসের সর্বশেষ খবরক্যারিয়ার নিউজ 

Corona Virus Wiki, Corona Virus Wiki

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

Back to top button