করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সুস্থ আরও ১,৪৯৫ জন, মৃত্যু ২৪
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৯৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৮৬০ জনে দাঁড়িয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫২৪ জনে।
এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৯৩ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে (আজ) রোববার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.৬০ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯,৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৭০ হাজার ৯৯৫ জনের।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১২.৬০ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.২৬ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। আর প্রতি ১০০ জন শনাক্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৭.৪২ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী।
আরও নতুন খবর পেতে দেখুনঃ কর্পোরেট নিউজ – করোনা ভাইরাস আপডেট
Coronavirus Bangladesh News, Coronavirus Bangladesh News