Lead Newsকরোনাভাইরাস

নিষেধাজ্ঞার মধ্যেও ৯৫ যাত্রী নিয়ে ইউরোপের ফ্লাইট ঢাকায়

ইউরোপসহ করোনাভাইরাসে আক্রান্ত দেশের কোনো ফ্লাইট বাংলাদেশে ঢোকার কড়া নিষেধাজ্ঞাকে অমান্য করে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে ৯৫ জন যাত্রী নিয়ে ঢাকায় এসেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৩৪) বিমানটি।

যারা এসেছেন তাদের মধ্যে ইতালির যাত্রী রয়েছেন ৬৮ জন, বাকিরা জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশের। ইউরোপের যাত্রীদের ঢাকায় আনার অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে ফ্লাইটটি দোহা থেকে দেরিতে ছাড়ে এবং ২ ঘণ্টা ১৩ মিনিট দেরিতে শাহজালালে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়- প্লেন থেকে নামানোর পরে তাদের করোনাভাইরাস শনাক্তরণের স্ক্রিনিংয়ের মুখোমুখি হতে হয়েছে। এরপর করোনামুক্ত মর্মে নিয়ে আসা সনদ ইমিগ্রেশনে দেখাতে হবে। সব আনুষ্ঠানিকতা শেষে তাদের হজক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

বেবিচক সূত্র জানায়, ইউরোপ থেকে আসা যাত্রীদের নিয়ে ফ্লাইটটি দোহা থেকে রওয়ানা হয়ে ৪টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ফ্লাইটটিকে আসতে নিষেধ করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি জানিয়ে দেন, এটি এলেও ঢাকায় অবতরণ করতে দেয়া হবে না। তবে পরে দোহা কর্তৃপক্ষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে কথা বলে অনুমোদন নিয়ে নেয় এবং রওয়ানা দিয়ে দেয়।

বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন- ‘আমি সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রথমে ফ্লাইটটি আসার অনুমতি দেইনি। কিন্তু তারা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করে পারমিশন নিয়েছে।’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস চীনের পর ইউরোপ হানা দেয়ার পর বিদেশফেরত প্রবাসীদের মাধ্যমে ছড়িয়েছে বাংলাদেশে। সম্প্রতি ইতালিতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে সেখান থেকে দেশে চলে আসতে থাকেন প্রবাসীরা।
বাধ্য হয়ে রোববার (১৫ মার্চ) বেবিচক সংবাদ সম্মেলন করে জানায়, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনো এয়ারলাইন্স। এমন কড়া নিষেধাজ্ঞার পরও এই ফ্লাইট বাংলাদেশ পৌঁছায়।

 

আরও খবর পেতে দেখুনঃ বাংলা ভাইরাল নিউজআন্তর্জাতিক নিউজ 

Coronavirus Bd News, Coronavirus Bd News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + five =

Back to top button