করোনায় ইতালিতে আরেক বাংলাদেশির মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মৃত ওই বাংলাদেশির নাম অপু। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকা জেলায়।
এ নিয়ে করোনাভাইরাসে ইতালিতে দুই বাংলাদেশি প্রাণ হারালেন। অন্যদিকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও চারজন।
জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর অপু হাসপাতালে ভর্তি হন। এর পর চিকিৎসাধীন না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে মিলান শহরে বসবাস করছিলেন।
তার এ মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশিরা সমবেদনা জানিয়েছেন।
সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে দেশটির উত্তরাঞ্চল মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
মৃত ওই বাংলাদেশির নাম অপু। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তার দেশের বাড়ি ঢাকা জেলায়।
জানা গেছে, ওই বাংলাদেশি করোনায় আক্রান্ত হলে হাসাপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থাই না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে মিলান শহরে বসবাস করছিলেন।
তার এ মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশিরা সমবেদনা জানান।
এর আগে গত ২০ মার্চ মিলান শহরেই করোনায় প্রাণ হারান আরেক বাংলাদেশি। তিনিও দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন।
আরও নিউজ পেতে দেখুনঃ করোনাভাইরাস নিউজ আপডেট – কর্পোরেট বাংলা নিউজ
Coronavirus Italy, Coronavirus Italy