চীনকে ছাড়িয়ে গেল স্পেন
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় এবার চীনকে ছাড়িয়ে গেল স্পেনও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৫ জন। এ নিয়ে স্পেনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ১৯৫।
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে আরও ৫৩৭ জনের মৃত্যু হয়েছে।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস।
করোনা ভাইরাসের কারণে স্পেনে প্রতিদিন বাড়ছে মৃত্যু। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৩৪০ জন।
সংক্রমণ ঠেকাতে অত্যাবশ্যকীয় কাজ করেন না, এমন কর্মীদের আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়িতে অবস্থান করতে বলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এসময় কর্মীরা বেতন পাবেন কিন্তু হারানো কর্মঘণ্টা পুষিয়ে দিতে পরবর্তীতে বেশি সময় কাজ করতে হবে তাদের।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুমো বলছেন, রাজ্যে প্রতি ৩ দিনে দ্বিগুণ হচ্ছে মৃতের সংখ্যা। বুলেট ট্রেনের চেয়েও দ্রুতগতিতে ভাইরাসের বিস্তার ঘটছে। এ জন্য দ্রুত মেডিকেল সরঞ্জাম সরবরাহের আহ্বান জানিয়েছেন কুমো। কিন্তু পর্যাপ্ত সাড়া না পেয়ে তিনি ফেডারেল সরকারের কড়া সমালোচনা করেছেন।
হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যেমনটা ধারণা করা হয়েছিল, করোনা সংক্রমণ তার চেয়ে অনেক ভয়াবহ। করোনা সংকট মোকাবেলায় কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করেনি বলে অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন তার রাজ্যে প্রয়োজন ৩০ হাজার ভেন্টিলেটর।
এদিকে, করোনা মোকাবেলায় দুই লাখ কোটি ডলারের একটি প্যাকেজ পাস করেছে মার্কিন কংগ্রেস। করোনা আতঙ্কে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার নিজ সংসদীয় আসন বারানসির নাগরিকদের সঙ্গে বুধবার ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে বৈঠক করেছে মোদির মন্ত্রিসভা।
আরও খবর পেতে দেখুনঃ করোনার নিউজ – ভাইরাল নিউজ বিডি
Coronavirus News Spain, Coronavirus News Spain