Lead Newsকরোনাভাইরাস

রোগীর চিকিৎসা না দিলে ব্যবস্থা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

কোনো সাধারণ রোগীকে চিকিৎসা সেবায় অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া খাতুনের সই করা এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পর্যায়ের হাসপাতালে সাধারণ রোগীর প্রাথমিক ও জরুরি চিকিৎসা এবং হাসপাতালে আসা নতুন রোগী ভর্তি করাসহ ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দিতে যথাযথ ব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে।
কেউ এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তাছাড়া, কোনো হাসপাতাল এই নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় সেনাবাহিনী টহলপোস্টে দায়িত্বরত কর্মকর্তা কিংবা কাছের থানায় ভারপ্রাপ্ত কর্তকর্তাকে জানাতে বলা হয়েছে।

কেউ  এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোনো হাসপাতাল এই নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় সেনাবাহিনী টহলপোস্টে দায়িত্বরত কর্মকর্তা কিংবা কাছের থানায় ভারপ্রাপ্ত কর্তকর্তাকে জানাতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘নার্সদের মাঝে মানসিকতা আছে যে তাঁরা যেহেতু দ্বিতীয় শ্রেণির চাকরিতে উন্নীত হয়েছেন, তাই তাঁরা রোগীদের সেবা দেবেন না। না, এটা হবে না। তাঁদের অবশ্যই সেবা দিতে হবে, আমরা তাঁদের এত সম্মান দিয়েছি যাতে তাঁরা সেবা দেন। নার্সদের কাজ তো শুধু রোগীদের ওষুধ খাওয়ানো না।’

সরকারপ্রধান বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির চাকরিজীবী করার মানে এই নয় যে রোগীদের সেবা দেওয়ার জন্য সরকারকে আরেক ধাপের কর্মী তৈরি করতে হবে। তিনি বলেন, ‘আমাদের তেমন দ্বিতীয় শ্রেণির দরকার নেই। যাঁরা এমন মানসিকতা নিয়ে সেবা দিতে কাজে আসবেন, তাঁদের চাকরিতে থাকার প্রয়োজন নেই, এটা আমার পরিষ্কার কথা।’ তিনি আরও বলেন, রোগীর সেবাটা তাঁদের করতে হবে, এটা বাধ্যতামূলক। না করলে তিনি (নার্স) চাকরিতে থাকবেন না, চলে যাবেন।

সরকারি হাসপাতালে চিকিৎসকদের না থাকার অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব হাসপাতালে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালুর নির্দেশ দেন, যাতে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা যায়।

 

আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস খবর আন্তর্জাতিক সংবাদ 

Coronavirus Online News, Coronavirus Online News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =

Back to top button