আরও ২ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত
করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই রোগী শনাক্ত হয়েছেন দেশে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতরাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়
সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, যুক্তরাজ্য বাদে করোনাভাইরাস আক্রান্ত ইউরোপের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ শনিবার মাধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
তিনি বলেন, দেশে যে পাঁচ করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে তাদের মধ্যে চারজন বিদেশ থেকে আগত এবং একজন তাদের সাথে থাকার কারণে আক্রান্ত।
সরকার রোববার থেকে সব দেশের জন্য অন এরাইভাল ভিসা স্থগিত করেছে বলেও জানান মন্ত্রী।
৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত করার ঘোষণা দেয় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তাদের মধ্যে দুজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফেরেন।
এ তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে গেছেন বলে শনিবার জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা। রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং আরেকজনকে গত ২৪ ঘণ্টার মধ্যে একটি পরীক্ষা করা হয়েছে যেটি নেতিবাচক এসেছে।
পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি পরীক্ষা করা হবে। এ পরীক্ষার রিপোর্টও যদি নেতিবাচক আসে তাহলে আমরা ওই রোগীকে ছাড়পত্র দিতে পারব।’
কিন্তু সেসব দেশ থেকে আসা বিদেশী যাত্রীর পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতেই হবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী।
রোববার রাত থেকে শুরু করে ৩১শে মার্চ পর্যন্ত পর্যবেক্ষণের পর এবিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে বলে জানান পররাষ্টমন্ত্রী আবদুল মোমেন।
এছাড়া যেসব দেশ বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ থেকে তাদের দেশে যাওয়া বাতিল করেছে, সেসব দেশের নাগরিকদেরও বাংলাদেশে প্রবেশ স্বল্পকালীন সময়ের জন্য স্থগিত করা হবে বলে জানান তিনি।
পররাষ্টমন্ত্রী আরো বলেন, “আমার অনেকগুলো দেশকে অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকি। আগামী দু্ সপ্তাহের জন্য সেসব দেশের অন অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করা হবে।”
এসব সিদ্ধান্ত এরই মধ্যে দূতাবাসগুলোকে জানা হয়েছে এবং বাস্তবায়নের স্বার্থে নীতিমালা নির্ধারণ করার কাজ চলছে।
আরও খবর পেতে দেখুনঃ টপ ভাইরাল নিউজ – ক্যারিয়ার সংবাদ
Coronavirus Update News, Coronavirus Update News