দেশে কারফিউ জারি করলেন সৌদি বাদশাহ
করোনাভাইরাসের বিস্তার রোধ করতে সৌদি আরবজুড়ে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। যা সোমবার সন্ধ্যা থেকে কার্যকর করা হয়।
আরব নিউজ ও সৌদি গেজেটের খবরে এমন তথ্য জানা গেছে। দেশটির রাজকীয় আদালতের একটি বিবৃতি সৌদি সংবাদ সংস্থায় প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়, সন্ধ্যা সাতটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এই কারফিউ কার্যকর হবে।
হিজরি বর্ষপঞ্জির ১৪৪১ সালের ২৮ রজব থেকে আগামী ২১ দিন এই কারফিউ কার্যকর থাকবে। অর্থাৎ গ্রিগরি ক্যালেন্ডার অনুসারে ২৩ মার্চ থেকে যা কার্যকর থাকবে।
রোববার সৌদিতে নতুন করে ১১৯ করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপসাগরীয় দেশটিতে সর্বমোট ৫১১ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়ে।
নিজেদের নিরাপত্তার জন্যই কারফিউ চলাকালে নাগরিক ও বাসিন্দাদের ঘরে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।
কারফিউর নির্দেশ বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে জানানো হয়। এতে সব সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তা করতেও বলা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, কারফিউ চলাকালীন জরুরি ওষুধ ও খাদ্যসামগ্রী ডেলিভারির যানবাহন চলাচল করতে পারবে। খাদ্যদ্রব্য ও চিকিৎসা সামগ্রী আমদানি ও এ জাতীয় পণ্য পরিবহণে যুক্ত কর্মীরা এই বিধিনিষেধের আওতায় পড়বেন না।
সংবাদমাধ্যমের কর্মীদেরও ছাড় দেওয়া হয়েছে। অনলাইন কেনাকাটার উপর বিধিনিষেধ চাপানো হয়নি। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় যাতে সমস্যা না হয়, তার জন্য সুপার মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, ও সবজিবাজার খোলা থাকবে ।
তবে কয়েকটি খাতের শ্রমিকরা এই কারফিউর বিধিনিষেধের বাইরে থাকবেন। নিবৃত্তিমূলক সময়েও যেসব সরকারি ও বেসরকারি খাতের কাজ অব্যাহত চালিয়ে যেতে হবে, সেই সব খাতের শ্রমিকরা এই কারফিউর বাইরে থাকবেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি সূত্রে খবর, চিকিৎসা-সহ জরুরি পরিষেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
সৌদির স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে রবিবারেই আক্রান্ত হয়েছেন ১১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণের শিকার আরও ৫১ জন। যদিও এখনও পর্যন্ত এই বাদশাহি দেশে করোনায় মৃত্যুর কোনও খবর নেই।
আরও খবর পেতে দেখুনঃ করোনার সর্বশেষ খবর – আন্তর্জাতিক সংবাদ
Coronavirus Update, Coronavirus Update