আন্তর্জাতিককরোনাভাইরাস

ভারতে এক দিনে রেকর্ড ৬০১ জন আক্রান্ত

ভারতে এক দিনে রেকর্ড সংখ্যক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ৬০১ জন।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল ২৩০১। মৃত্যুর হারেও চিন্তার ভাঁজ চওড়া হয়েছে কেন্দ্র তথা রাজ্য সরকারগুলির। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ জন। শুক্রবার সকালে মৃতের সংখ্যা ছিল ৫৬ জন। ১২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। তবে আশার কথা আক্রান্তের সংখ্যার সঙ্গে সঙ্গে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে দেশটিতে। বর্তমানে সেই সংখ্যা ১৮৪ জন।

এক দিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯০২। যে ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে আবার তাতে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল ২৩০১। মৃত্যুর হারেও চিন্তার ভাঁজ চওড়া হয়েছে কেন্দ্র তথা রাজ্য সরকারগুলির। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ জন।

শুক্রবার সকালে মৃতের সংখ্যা ছিল ৫৬ জন। ১২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। তবে আশার কথা আক্রান্তের সংখ্যার সঙ্গে সঙ্গে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে দেশটিতে। বর্তমানে সেই সংখ্যা ১৮৪ জন। সূত্র ভয়েস অব আমেরিকা

 

আরও খবর পেতে দেখুনঃ প্রবাস নিউজকরোনাভাইরাস নিউজ 

Coronavirus Vaccine, Coronavirus Vaccine

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 12 =

Back to top button