জাতীয়

অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা পাবে বাংলাদেশ: মন্ত্রিসভা

মহামারী করোনার হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে বিশ্বের যেসকল দেশ এবং সংস্থা কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে তাদের সাথে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে । এর সুবাদে এ ভ্যাকসিন যখনই যেখানে প্রস্তুত হোক না কেন বাংলাদেশ তা অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে আশাবাদ ব্যাক্ত করেছে মন্ত্রিসভা।

বুধবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে সংযুক্ত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে…বাংলাদেশ তুলনামূলকভাবে কম দামে অগ্রাধিকার ভিত্তিতে এটি পাবে। শুধু তাই নয়, আমাদের এক বা একাধিক ওষুধ সংস্থাগুলোও ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম হবে।’

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

তিনি বলেন, ‘যারা কোভিড ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে আমরা শুরু থেকেই তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি।’

বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউইচও) স্বীকৃতি ছাড়া কোনো ভ্যাকসিনের অনুমতি দেবে না বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ।

তিনি বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহ করার লক্ষে সরকার একটি প্রকল্পের আওতায় ৬০০ কোটি টাকা আলাদা করে রেখেছে।

‘সুতরাং, ভ্যাকসিন সংগ্রহের জন্য অর্থের অভাব হবে না। যেখানে পাওয়া যায় সেখান থেকেই বাংলাদেশ এটি সংগ্রহ করবে,’ বলেন মন্ত্রিপরিষদ সচিব।

আরও খবর পেতে দেখুনঃ করোনা আপডেট নিউজখেলার খবর

Coronavirus Vaccine, Coronavirus Vaccine, Coronavirus Vaccine

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =

Back to top button