আন্তর্জাতিককরোনাভাইরাস

করোনায় নিউইয়র্কে বাংলাদেশি ২ ভাইয়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার করোনায় আক্রান্ত হয়ে নিউজার্সি রাজ্যের আটলান্টিক শহরের একটি হাসপাতালে মৃত্যু হয় ইকবাল হক ভূঁইয়া প্রিন্সের।

আর এক সপ্তাহ আগে প্রিন্সের বড় ভাই শিপন আহমদেরও নিউইয়র্কের একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয় মারা যান।

তারা দুজন এস্টোরিয়ার বাসিন্দা। তাদের বাড়ি ঢাকার গোপীবাগে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৬৪ জন বাংলাদেশির মৃত্যু হলো। এছাড়া অনেক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের সংখ্যা কয়েক শতাধিক।

প্রসঙ্গত বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে শনিবার একদিনেই ১২২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে আট হাজারের বেশি মানুষের।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার, যা বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে থাকা জার্মানির চেয়েও অনেক বেশি এবং প্রায় ইতালির মোট সংখ্যার কাছকাছি।

কোভিড ১৯ বা নতুন করোনাভাইরাসের এখনও কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী মানুষ সংক্রমণের ঝুঁকিতে দিন কাটাচ্ছে।

এই সংকটাপন্ন অবস্থায় একটি বিষয় আলোচনায় আসছে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসটির সাথে লড়তে পারার ক্ষমতা বাড়ানোর বিষয়টি।এজন্য অনেকেই অবলম্বন করছেন নানা পদ্ধতি।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় উপসাগরীয় তিনটি দেশ থেকে এক লাখ বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে নিতে চাপ বাড়ছে। দেশ তিনটি হচ্ছে কাতার, কুয়েত ও বাহরাইন। একই ভাবে সিঙ্গাপুর কোরিয়া ও মালদ্বীপ থেকে চাপ আসছে। সোমবার অনুষ্ঠিত একটি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী।

 

আরও খবর পেতে দেখুনঃ করনাভাইসের নিউজক্যারিয়ার নিউজ 

Coronavirus Vaccine, Coronavirus Vaccine

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 5 =

Back to top button