করোনাভাইরাসের সংক্রমিত রোনাল্ডোর সতীর্থ রুগানি
এখন পর্যন্ত বিশ্বের ১২৪ দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। তবে উৎপত্তি দেশের বাইরে ইতালিতে সবচেয়ে বেশি হিংস্র থাবা বসিয়েছে এটি।
প্রতিদিন দেশটিতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এ পরিস্থিতিতে গোটা ইতালিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। শুধু খাবার হোটেল ও ওষুধের দোকান ব্যতীত সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে।
করোনার কোপটা পড়েছে ইতালির ক্রীড়াঙ্গনেও। আসন্ন খেলাধুলার ইভেন্টগুলো স্থগিত বা বাতিল করা হয়েছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে দেশটির ঘরোয়া ফুটবলের সেরা লিগ সিরিআ।
তবে দর্শকশূন্য মাঠে রুদ্ধদ্বার অবস্থায় গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগের খেলা। যেখানে আগামী ১৮ মার্চ মাঠে নামার কথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসের। আসন্ন ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন তুরিনের বুড়িরা।
এর আগে তাদের শিবিরে ধেয়ে এলো দুঃসংবাদ। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন দলের রক্ষণসেনা ড্যানিয়েল রুগানি। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। এখন থেকে তাদের অধীনেই তার পরবর্তী চিকিৎসা হবে।
এ ছাড়া গেল কয়েক দিনে রুগানির সংস্পর্শে আসা সবাই পরীক্ষা করবেন। ইতালি মূল দলের হয়েও খেলেন ২৫ বছর বয়সী ফুটবলার। দেশটিতে প্রাদুর্ভাব ঘটা করোনাভাইরাসে আক্রান্ত হওয়া প্রথম তারকা তিনি।
তবে জুভেন্টাস জানিয়েছে, রুগানির শরীরে বর্তমানে অসম্পূর্ণ অবস্থায় রয়েছে করোনার উপসর্গগুলো। ফলে তার দ্রুত সুস্থতার আশা করা হচ্ছে।
ফুটবল ইতালিয়ার খবর, রুগানির শেষ ম্যাচ ছিল ইন্টার মিলানের বিপক্ষে। তাই জুভেন্টাস ও ইন্টার- উভয় দলের খেলোয়াড় ও ফুটবল সংশ্লিষ্টদের রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।
এ খবর পাওয়ার পর নড়েচড়ে বসেছে উয়েফা। আগামী ১৮ মার্চ জুভেন্টাসের ঘরের মাঠ তুরিনে খেলবে লিঁও। ম্যাচটি স্থগিত করার কথা ভাবছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে করোনা শঙ্কা থেকে বাঁচতে ক্লাব থেকে ছুটি নিয়ে নিজ জন্মস্থান পর্তুগালের মাদেইরায় চলে এসেছেন রোনাল্ডো। আপাতত সিরিআ’র খেলা স্থগিত করা হয়েছে। তাই দলের সঙ্গে অনুশীলন করছেন না তিনি।
তথ্যসূত্র: দ্য সান/গোল ডটকম।
আরও খবর পেতে দেখুনঃ লাইফস্টাইল নিউজ– সম্মান ও স্বীকৃতি নিউজ