Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

করোনাভাইরাস থেকে বাঁচতে ডেটল পান, নিহত ৫৯

আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে এরইমধ্যে ৪০টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আর প্রাণঘাতী এই করোনাভাইরাস থেকে বাঁচতে একজন খ্রিস্টান পাদ্রীর উপদেশে তরল জীবাণুনাশক ডেটল পান করে ৫৯ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়।

নাইরোবি থেকে প্রকাশিত দৈনিক কেনিয়া-টুডে জানায়, ফাদার ‘রুফুস ফালা’ সম্প্রতি করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য গির্জার মধ্যে তিনি ভক্তদের নিজহাতে এই ডেটল পান করান। পরবর্তীতে ডেটল পানকারী ৫৯ জনের মৃত্যু হয় এবং আরো চারজন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে দক্ষিণ আফ্রিকায় একজন খ্রিস্টান পাদ্রির (ফাদার) উপদেশে তরল জীবাণুনাশক ‘ডেটল’ পান করে ৫৯ জন প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম কেনিয়া টুডে।

এ প্রসঙ্গে ফাদার রুফুস ফালা দাবি করেন, তিনি জানতেন ডেটল খাওয়া মারাত্মক ক্ষতির কারণ। কিন্তু সৃষ্টিকর্তা তাকে এটি খাওয়ার পরামর্শ দিয়েছেন। নিজে সবার আগে ডেটল খেয়েছেন বলেও দাবি করে ফাদার রুফুস ফালা।

পুলিশ জানায়, ওই পাদ্রীর অনুসারীরো মনে করেছিল ডেটল পান করলে তারা করোনাভাইরাসে আক্রান্ত হবেন না।

ডেটল খাবার উপদেশ এবারই প্রথম দেননি ফাদার রুফুস ফালা। এর আগেও তিনি তার ভক্তদেরকে রোগ থেকে মুক্তি পেতে শরীরকে সংক্রমণ মুক্ত করতে ডেটল খাবার পরামর্শ দিয়েছিলেন।

এ ছাড়াও যুক্তরাজ্যে এখন পর্যন্ত মোট ১১ হাজার ৬৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৭৮ জন।

জনসন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় উপসর্গ দেখা দেওয়ার পর আমার স্বাস্থ্য পরীক্ষায় মৃদু করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আমি এখন আইসোলেশনে আছি। তবে, আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

 

আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস নিউজ আপডেটসম্মান ও স্বীকৃতি নিউজ 

Coronavirus World News, Coronavirus World News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + four =

Back to top button