করোনাভাইরাস: আর্সেনাল ফুটবলারদের আলাদা রাখা হয়েছে
আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলারকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আলাদা করা হয়েছে বলে নিশ্চিত করেছে ক্লাবটি। গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিসের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে এটা নিশ্চিত হওয়ার পরই আর্সেনালের ফুটবলারদের আলাদা করা হয়েছে।
একারণে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
২ সপ্তাহ আগে আর্সেনাল ও অলিম্পিয়াকোসের একটি খেলায় মারিনাকিসের সংস্পর্শে আসেন আর্সেনালের ফুটবলাররা।
মারিনাকিস নটিংহাম ফরেস্টেরও মালিক। মঙ্গলবার তার কোভিড-১৯ পরীক্ষায় ধরা পড়ে।
নভেল করোনাভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির মাঝে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ ক্লাব আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিসের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ার পরই এই ব্যবস্থা নেওয়া হলো।
খবরটি নিশ্চিত করে ক্লাবটি অফিসিয়াল বার্তায় জানিয়েছে, এই কারণে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। সপ্তাহ দুয়েক আগে উয়েফা ইউরোপা লিগে অলিম্পিয়াকোসের সঙ্গে আর্সেনালের ম্যাচের পর মারিনাকিসের সংস্পর্শে আসেন আর্সেনালের কয়েকজন ফুটবলার।
যেহেতু মঙ্গলবার মারিনাকিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, কাজেই সতর্কতামূলকভাবে আর্সেনাল ফুটবলারদের আলাদা করা হয়েছে। তবে সঙ্গত কারণেই কোনো ফুটবলারের নাম প্রকাশ করেনি তারা।
আর্সেনাল ক্লাব একটি বিবৃতিতে বলে, ক্লাবটির কিছু খেলোয়াড় যাদের নাম বা পরিচয় দেয়া হবে না, তারা এখন আইসোলেশনে আছে। তারা অলিম্পিয়াকোসের মালিকের সাথে খেলা শেষ হওয়ার সাথে সাথেই দেখা করেন।
“এখন পর্যন্ত যে পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন তাতে করে আর্সেনালের ফুটবলারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা সরকারি নীতিমালা খুব গুরুত্বের সাথে মেনে চলছি, যেখানে বলা হয়েছে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সাথে কোনো সংস্পর্শে এলে নিজেকে ১৪দিন আলাদা করে রাখতে হবে।”
খেলোয়াড় ছাড়াও চারজন আর্সেনাল স্টাফ আছেন যারা মারিনাকিসের কাছে বসেছিলেন তাদেরও ১৪দিন ঘরে রাখা হচ্ছে।
আর্সেনালের ১৪দিনের এই সময় শেষ হবে শুক্রবার এবং ব্রাইটনের সাথে ১৪ই মার্চ তারা মাঠে নামতে পারবে বলে ক্লাব বলছে।
আরও খবর পেতে দেখুনঃ ভ্রমণ নিউজ – ক্যারিয়ার বাংলা নিউজ
Covid 19, Covid 19