ক্রিকেটখেলাধুলা

পাকিস্তানি খেলোয়াড় ছাড়াই হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ম্যাচ

আগামী বছর মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করবে বিসিবি। আইসিসির স্বীকৃতি পাওয়া এই দুটি ম্যাচে ব্রাত্য থাকছেন পাকিস্তানের খেলোয়াড়রা।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এশিয়া একাদশ দলে নাকি জায়গা পাবেন না কোনো পাকিস্তানি ক্রিকেটার। অবশ্য বিসিবি তেমন কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি।

ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক খুব একটা ভালো নয়। এ কারণে দুই দেশ নিজেদের মধ্যে কোনো সিরিজে অংশ নেয় না। শুধু আইসিসির ইভেন্টেই মুখোমুখি হয় তারা।

বিসিসিআইয়ের যুগ্ম সচিব জয়েশ জর্জ এ ব্যাপারে বলেন, ‘আমরা জানি কোনো পাকিস্তানি খেলোয়াড় এশিয়া একাদশে থাকছে না। আপাতত এই বার্তাই রয়েছে। দুই দেশের একসঙ্গে খেলার কোনো প্রশ্নই আসে না। এশিয়া একাদশে ভারতের পাঁচ ক্রিকেটার থাকবেন, তা ঠিক করবেন সৌরভ গাঙ্গুলী।’

আর বিসিবির সভাপাতি নাজমুল হাসান বলেন, ‘আমাদের সঙ্গে এ রকম কোনো কথা হয়নি। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচে যে দলের খেলোয়াড় পাওয়া যাবে তাদের নেওয়া হবে। পাকিস্তানের খেলোয়াড় থাকবে না এমন কথা আমরা বলিনি।’

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের খবর, ভারতের সাতজন ক্রিকেটারকে নাকি এশিয়া একাদশে চেয়েছে বিসিবি। বিসিসিআইকে সেভাবে চিঠিও পাঠিয়েছে তারা। বাংলাদেশ চায়, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজা এই টুর্নামেন্টে খেলবে, সূত্র এনটিভি অনলাইন।

সম্প্রতি পিসিবি সভাপতি এহসান মানি ভারতের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাকিস্তানের চেয়েও ভারতের অবস্থা খারাপ বলেও মন্তব্য করেছিলেন তিনি।

পিসিবি সভাপতি এ ব্যাপারে বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে ভারতের নিরাপত্তা ঝুঁকি বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে সফল সিরিজের পর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকা উচিত নয়। আমরা প্রমাণ করেছি পাকিস্তান নিরাপদ। কেউ না এলে তাদের প্রমাণ করতে হবে (দেশটি) অনিরাপদ।’

এদিকে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়া নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের পরিবারের সদস্যরা নাকি উদ্বিগ্ন এই সফর নিয়ে। আজ বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান সফরে বিদেশি কোচিং স্টাফরা যেতে চান না, পাকিস্তানে যাওয়া নিয়ে খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর টেস্ট নিয়ে সিদ্ধান্ত হবে।’

বিসিবি সভাপতি আরো বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তানে গিয়ে টেস্ট খেলার কোনো সুযোগ নেই আমাদের। আশা করি, পিসিবি আমাদের সুবিধা-অসুবিধা বুঝবে। খেলোয়াড়দের অনেকেই যেতে চাইছে না। তাই সেখানে টেস্ট খেলতে যাওয়ার প্রশ্নই ওঠে না।’

আরও খবর জানুনঃ খেলাধুলাবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

Tag: cricket news latest, Latest cricket news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 12 =

Back to top button