ক্রিকেটখেলাধুলা

সেই ফুচকাওয়ালার দাম এখন আড়াই কোটি রুপি

রূপকথার গল্পকেও হার মানিয়ে যায় এসব কাহিনি। সোনার চামুক হয়তো মুখে নিয়ে জন্ম হয়নি। কিন্তু এযে জিয়নকাঠির এক স্পর্শে পুরোপুরি সোনার টুকরোয় পরিণত হয়েছেন যশস্বী জসওয়াল! আইপিএল শুধু তাকে কোটিপতিই বানায়নি, বানিয়ে দিয়েছে আড়াই কোটি রুপির নায়ক।

২ কোটি ৪০ লাখ রুপিতে মুম্বাইয়ের এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। ২০ লক্ষ টাকা বেস প্রাইসের এই ক্রিকেটারকে কিনে চমক দিল আইপিএলে প্রথমবারের চ্যাম্পিয়নরা।

বছর দুয়েক আগেও চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মুম্বাইয়ের রাস্তায় ফুচকা বিক্রি করতেন যশস্বী জসওয়াল। আর্থিক অনটন এতটাই ছিল তাদের। কিন্তু ক্রিকেটের প্রতি একরকম নেশাই কাজ করতো তার মধ্যে। ক্রিকেটের টানে বারবার ছুটে যেতেন মাঠে। সেই ক্রিকেট নামক জিয়ন কাঠির স্পর্শেই পরিণত হয়ে গেলেন সোনার টুকরোয়, সূত্র জাগো নিউজ।

এ যেন পুরোপুরি রূপকথার উত্থান। মাস দু’য়েক আগে ঝাড়খন্ডের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে উঠে এসেছিলেন পাদপ্রদীপের আলোয়। এবার ভারতের মাল্টি মিলিয়ন ডলারের লিগ আইপিএল মুহূর্তে বদলে দিল এই ফুচকাওয়ালা ক্রিকেটারের ভাগ্য।

দুই বছর আগে অর্থের টানে উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে চলে আসেন যশস্বী জসওয়াল। মুম্বাইয়ের রাস্তায় শুরু করেন ফুচকা বিক্রি। হাজার প্রতিকূলতার মধ্যেও ক্রিকেট ছাড়েননি। মাথা গোঁজার ঠাঁই বলতে মুম্বাইয়ের আজাদ ময়দানে মুসলিম ইউনাইটেড ক্লাব তাবুতে কোনরকমে দিন গুজরান।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশস্বী জানিয়েছিলেন, ‘রামলীলার সময় ফুচকা বিক্রি করে ভালোই অর্থ উপার্জন হত। তবে আমি চাইতাম আমার সতীর্থরা যেন আমার কাছে ফুচকা না খেতে আসে; কিন্তু কখনও কখনও তারা আসত। যদিও ওদের কাছে ফুচকা বিক্রি করতে খুব খারাপ লাগত আমার।’

সেই যশস্বীর সামনে ২০২০ আইপিএল নিলাম যেন নিয়ে এল নতুন এক ভোর। মূলতঃ বিজয় হাজারে ট্রফির সেই ইনিংসই তাকে পরিণত করেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে। রাজস্থান রয়্যালস পরিবারের নতুন সদস্য হয়ে সবার দৃষ্টি কেড়ে নিলেন সতেরো বছর বয়সী এই ক্রিকেটার।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা যশস্বীর কাছে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশী ভারতীয় দল; কিন্তু ২০২০ আইপিএলে আজিঙ্কা রাহানেহীন রাজস্থান রয়্যালসে জস বাটলারের ওপেনিং পার্টনার হিসেবে যশস্বীকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও খবরঃ ক্যারিয়ার , আই পি এল 

Tag: Cricket news latest, latest cricket news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =

Back to top button