ক্রিকেটখেলাধুলা

রংপুর রেঞ্জার্সের হয়ে মাঠে নামছেন শেন ওয়াটসন

চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রেঞ্জার্সের হয়ে বৃহস্পতিবার যোগ দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।

বিষয়টি নিশ্চিত করে দলটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ওয়াটসন বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবেন এবং শুক্রবার সন্ধ্যা ৭টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএলের প্রথম ম্যাচ খেলবেন।

বিপিএলে এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে রংপুর। দুই পয়েন্ট নিয়ে দলটি এখন পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করছে, সূত্র ইউএনবি।

অস্ট্রেলিয়ার অন্যতম অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড় ওয়াটসন বিভিন্ন দলের হয়ে বিশ্বজুড়ে এ পর্যন্ত ৩১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৬টি শতক এবং ৪৮টি অর্ধশতকের সাহায্যে মোট ৮,১৮২ রান সংগ্রহ করেছেন তিনি। একই সাথে তিন ম্যাচে চারটি করে উইকেট নিয়ে মোট ২১৬ উইকেট সংগ্রহ করেছেন ওয়াটসন।

এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৫৯ টেস্ট, ১৯০টি ওয়ানডে এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে।

ওয়াটসনের যোগ দেয়ার মধ্য দিয়ে রংপুর রেঞ্জার্স আবারো জয়ের ধারায় ফিরবে বলে বিশ্বাস রেঞ্জার্স কর্তৃপক্ষের।

৩৮ বছর বয়সী এ তারকা ২০১৬ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক টি২০ খেলেছেন। অবসর নেয়ার পর বিশ্বব্যাপী বিভিন্ন টি২০ প্রতিযোগিতায় নিয়মিতই খেলছেন ওয়াটসন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল), আরব আমিরাতের টি১০ লীগ, বিগব্যাশ টি২০ লীগ, পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলেন তিনি। এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মোট ৩১৬টি টি২০ ম্যাচ খেলে ২৯.৭৫ গড়, ১৩৮.৭৪ স্ট্রাইকরেটে ৬টি সেঞ্চুরি ও ৪৮ ফিফটিতে তিনি করেছেন ৮ হাজার ১৮২ রান। বল হাতে মাত্র ৭.৯০ ইকোনমিতে নিয়েছেন ২১৬ উইকেট। তাকে পেয়ে উজ্জীবিত রংপুর নিজেদের প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখান মিশনে নামবে।

আরও সংবাদ পেতে দেখুনঃ ক্রিকেটশেন ওয়াটশন

Tag: Cricket news today, Today cricket news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eleven =

Back to top button