অবশেষে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ নিয়ে জটিলতা কেটে গেছে। বাংলাদেশ যাচ্ছে বহুল আলোচিত এই সিরিজ খেলতে। তিন দফায় তিন ভেন্যুতে টি টোয়েন্টি, টেস্ট ও ওয়ানডে খেলবে বাংলাদেশ। যার শুরুটা হবে ২৪ জানুয়ারি টি-টোয়েন্টির মধ্য দিয়ে। দুবাইয়ে আইসিসি চেয়ারম্যানের মধ্যস্থতায় সমঝোতায় পৌঁছে দুই বোর্ড।
শেষ পর্যন্ত জয় হলো ক্রিকেটের। অনড় অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি সভার প্রথম দিনেই সমঝোতায় পৌঁছেছে পিসিবি-বিসিবি। আর মধ্যস্থতার দায়িত্ব পালন করেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।
পাকিস্তানে টেস্ট খেলতে যেতে রাজি হয়েছে বাংলাদেশ। আর এতে করে দুই বোর্ডের মাঝে চলমান বিতর্কের অবসান হলো। পিসিবির বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।
শুধু ২টি টেস্টই নয়, ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ১টি ওয়ানডে ম্যাচও হবে। তবে এসব কিছুই হবে তিন দফার সফরে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে এ সিরিজ অনুষ্ঠিত হবে। দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের দুই দেশের বোর্ডের সভাপতির উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়েছে।
পিসিবি সূত্র জানিয়েছে, আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজ খেলে দেশে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে আবারও টাইগাররা যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিণ্ডিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ শেষে দেশে ফেরার কথা টাইগারদের।
এরপর আবারও এপ্রিলে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। ওই দফায় অনুষ্ঠিত হবে একটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ। করাচিতে একমাত্র ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল। তারপর একই ভেন্যুতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৫ এপ্রিল থেকে, চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এই সূচিতে উভয় দেশেরই অবস্থান ঠিক রয়েছে বলে মনে করছে পিসিবি। সূত্র: কালের কণ্ঠ অনলাইন
আরও খবর পেতেঃ খেলার খবর – ক্রিকেট
Tag: cricket news, cricket news bd