Lead Newsজাতীয়

৭ মার্চকে ‘ঐতিহাসিক দিবস’ ঘোষণা

মন্ত্রিসভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের লক্ষ্যে এ দিনটিকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ না করে ‘ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মরণে এ দিবসটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের জন্য একে ‘ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’

তবে এ দিন কোনো ছুটি থাকবে না বলেও নিশ্চিত করেছেন তিনি।

৭ মার্চকে জাতীয়ভাবে পালনের জন্য মন্ত্রিপরিষদ গত ১৩ জুলাই ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করে।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৭ মার্চ ভাষণের নির্দেশনার আলোকে এ দেশের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে। এটির আন্তর্জাতিক গুরুত্বও আছে। এ ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করেছে ইউনেসকো। সে বিবেচনায় জাতীয় জাগরণ ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রেরণার উৎস হিসেবে দিবসটি উদযাপন করার বিষয়টি খুবই প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দৃঢ় বলিষ্ঠ নেতৃত্বের নির্দেশনা ও জাতীয় জাগরণের বহিঃপ্রকাশ ঘটেছে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া ভাষণে। তাঁর দেয়া ৭ মার্চের ভাষণ এ দেশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল প্রেরণা।

সারাদিনের আপডেট খবর দেখুনঃ করোনা নিউজ আজকের ভাইরাল নিউজ

Daily Good News, Daily Good News, Daily Good News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =

Back to top button