স্বাস্থ্য ও চিকিৎসা

পুরুষেরও হয় স্তন ক্যানসার: ডা. তানিয়া ইরফান

বাংলাদেশে নারী মৃত্যুর অন্যতম কারণ স্তন ক্যানসার। তবে স্তন ক্যানসার কেবল নারীরই হয় না, পুরুষও এ রোগে ভোগে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে শতকরা ৯৮ শতাংশের বেশি নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন।

এ বিষয়ে কথা বলেছেন ডা. তানিয়া ইরফান। বর্তমানে তিনি রয়াল মারসভেন হাসপাতালে মেডিকেল অনকোলজি বিভাগের স্পেশালিস্ট হিসেবে কর্মরত।

প্রশ্ন : স্তন ক্যানসারকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন?

উত্তর : স্তন ও বগলে কোনো লিম্ফনোড দেখা গেলে আমরা একে বলি প্রাথমিক অবস্থার স্তন ক্যানসার। আর যদি ছড়িয়ে যায়, তাহলে তো যেকোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে। স্তনের আশপাশে যদি ছড়ায়, যেমন—কলার বোন, ক্ল্যাভিক্যাল বোনের ওপরে যদি ছড়ায়, এর মানে হলো ক্যানসার বেড়ে গেছে।

প্রশ্ন : বাংলাদেশে স্তন ক্যানসার নারী মৃত্যুর অন্যতম কারণের মধ্যে একটি। বাংলাদেশে স্তন ক্যানসারের বর্তমান পরিস্থিতি কী?

উত্তর : কেবল বাংলাদেশেই নয়, সারা বিশ্বে স্তন ক্যানসার বাড়ছে। ২০১৮ সালে ২ দশমিক ১ মিলিয়ন নারীর স্তন ক্যানসার রয়েছে বলে জানা গেছে। স্তন ক্যানসার কেবল নারীদেরই নয়, পুরুষেরও হয়। এটি কেবল নারীর রোগ নয়, পুরুষেরও রোগ। তবে এটি হারে কম হয়, সূত্র এনটিভি অনলাইন।

স্তন ক্যান্সার কি?

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি বছর বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্তের হারও।

চিকিৎসকেরা বলছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়।

সেটি রক্তনালীর লসিকা (কোষ-রস) ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার।

আরও জানুনঃ দৈনিক হেলথ টিপস, ও  ব্রেস্ট ক্যান্সার কেন হয়

Tag: Daily health news, Health news daily

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 6 =

Back to top button