‘আমি যা বলি, খুব সত্যই বলি। একটা সময় ছিল পোশাক কারখানাগুলোতে ঘন ঘন আগুন লাগত। কেন এত আগুন লাগত? ইনস্যুরেন্সের টাকা খাওয়ার জন্য আগুন লাগে না তো? আমি গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করিয়েছি যে সত্যিই আগুন লাগছে কি না। কিছু ধরাও পড়ল। আর কিছু লোককে নিজেই বলে ফেললাম, ভাই আর কত খাবেন, অনেকবার তো নিলেন। আমি যেহেতু চিনি আমার একটু বলার অধিকার আছে, সে জন্যই বললাম।’
পোশাক কারখানায় ঘন ঘন আগুন লাগার ঘটনায় ইনস্যুরেন্সের টাকার যোগসূত্রের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন। রবিবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন তিনি।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পরপর পাটের গুদাম ও কারখানায় আগুন লাগত। তারা ইনস্যুরেন্স কোম্পানির টাকা পেত। এমনও হত পাট বিক্রি করে আগুন লাগিয়ে ইনস্যুরেন্স কোম্পানিতে মোটা অঙ্কের ডিমান্ড দিয়ে মোটা টাকা হাতিয়ে নিত। একই ধরনের ঘটনা দেশের পোশাক কারখানাতেও ঘটেছে।
বিমা খাতের সংশ্লিষ্টদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কোনো কারখানায় আগুন লাগার পর আপনারা যাদের পরিদর্শনে পাঠান, তাদের ভালো প্রশিক্ষণ থাকা দরকার, সৎ মানুষ হতে হবে। নিশ্চিত করতে হবে যে, গ্রাহকরা যেন ইনস্যুরেন্সের প্রিমিয়ামটা ঠিকঠাক দেন। তারা বিমার টাকাটা যেন সঠিকভাবে পান সেটাও দেখতে হবে। যতটুকু ক্ষতি ততটুকুই বিমা পাবে। ফাঁকি দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার প্রবণতা দূর করতে হবে।
রবিবার দেশে প্রথমবার জাতীয় বীমা দিবস পালন করা হচ্ছে। এ দিবসে এবারের স্লোগান ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’। জাতীয় বীমা দিবস-২০২০ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন।
আরও খবর পেতে দেখুনঃ সম্মান ও স্বীকৃতি নিউজ – কর্পোরেট নিউজ
Daily Positive News, Daily Positive News