আন্তর্জাতিক

লাখ রুপির চশমা পরেও হতাশ ‘ব্র্যান্ডেড ফকির’ মোদি

চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী বনে যাওয়া নরেন্দ্র মোদির বিলাসবহুল রোদচশমা চোখে জড়িয়ে সূর্যগ্রহণ দেখা নিয়ে দেশটিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যদিও জার্মানির একটি সংস্থার তৈরি ওই রোদচশমা পরে কোঝিকোড়ে সূর্যগ্রহণ দেখতে গিয়ে হতাশ হয়েছেন মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ বলছে, উপলক্ষ যাই হোক, প্রায়ই খবরে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার চশমা পরে দেখলেন সূর্যগ্রহণ। সেই চশমাটিই হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু। নেটিজেনদের একাংশের দাবি, রোদ চশমাটি একটি জার্মান সংস্থার। যার মূল্য ভারতীয় মুদ্রায় অন্তত দেড় লাখ রুপি।

বৃহস্পতিবার কেরালার কোঝিকোড় থেকে সূর্যগ্রহণ দেখেন ভারতের এই প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, প্রত্যেক ভারতীয়র মতো সূর্যগ্রহণ নিয়ে আমিও অত্যন্ত উত্সাহী ছিলাম। কিন্তু আকাশে মেঘ থাকায় সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য হল না।

মোদি লিখেছেন, তবে কিছুক্ষণ দেখেছি। দেশের অন্যান্য অংশের গ্রহণ দেখেছি লাইভ স্ট্রিমিংয়ে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সমৃদ্ধ হয়েছি।

তিনি টুইটে জুড়ে দিয়েছেন কিছু ছবিও। সেই ছবিতে দেখা যায়, বিলাসবহুল রোদ চশমা পরে রয়েছেন নরেন্দ্র মোদি। নেটিজেনদের দাবি, মেব্যাক আইওয়্যারের রোদ চশমা পরেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। খোদাই রয়েছে আর্টিস্ট ভি। ফ্রেমটি টাইটানিয়ামের।

সমালোচকরা বলছেন, চশমাটিতে রয়েছে কাঠ অথবা পশুর শিং। ৬টি রঙে পাওয়া যায় এই রোদ চশমা। ৪০ মার্কিন ডলার থেকে ৩২৫ মার্কিন ডলার দাম হতে পারে লেন্সের। কিন্তু মোদি যে চশমাটি পরেছেন তার দাম ২১৫৯ মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৮৩ হাজার ১০১ টাকা।

জিনিউজ বলছে, বিভিন্ন সভা-সমাবেশে নিজেকে ফকির বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কখনও বলেছেন, কোনও কিছুতেই লোভ নেই তার। ক্ষমতার মেয়াদ শেষে ঝোলা নিয়ে চলে যাবেন তিনি।

বিভিন্ন সময় মোদি বলেছেন, ৩৫ বছর বয়স পর্যন্ত তার কাছে এক টাকাও থাকতো না। ওই মন্তব্যের জের টেনে মোদির টুইটের নিচে একজন কমেন্ট করেছেন, নরেন্দ্র মোদি আসলে ব্র্যান্ডেড ফকির।

আরও খবরঃ হাস্যরসনরেন্দ্র মোদী 

Tag: The Daily star bd, Daily star bd

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 17 =

Back to top button