বিদ্যুৎ কি ভোগ্যপণ্য?
বাংলাদেশের গণমাধ্যম জগতের পরিচিত মুখ আব্দুন নূর তুষার। সামাজিক ও রাষ্ট্রীয় নানা বিষয় নিয়ে বরাবরই সরব থাকেন তুষার। এবার ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।
পজিটিভ নিউজের পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলঃ
‘বিদ্যুত কি ভোগ্যপণ্য?
ইচ্ছাকৃতভাবে হিসাবের মারপ্যাঁচে বোনাস নেয়ার উদ্দেশ্যে লক্ষ গ্রাহককে অন্যায়ভাবে অতিরিক্ত বিদ্যুত বিল করার জন্য তাহলে কি ভোক্তা অধিকারে মামলা করা যাবে?
ভুল বিল করা কি প্রতারণা নয়?
ভুল বিল করার পরে সেটা নিয়ে পত্রিকায় মিথ্যা বলা কি অসদাচরণ নয়?
অতিরিক্ত বিল আদায় করার পরে সেটি সমন্বয় করা হবে বলে বলা হচ্ছে। বিল দিতে দেরী হলে সারচার্জ, জরিমানা হয়। গ্রাহেকর কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ৬ মাস রেখে দেয়ার ক্ষতিপূরণ কি? অতিরিক্ত বিল সমন্বয় করার সময় কি সেই একই হারে ক্ষতিপূরণ ফেরত দেয়া উচিত নয় ?
সরকারকে ঠকিয়ে, মানুষের পকেটমারার মতো মিথ্যা বিল করে বোনাস নেওয়ার পরিকল্পনা করা কি দূর্নীতি নয়?
যে সব লোক এই কাজগুলি করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে, সেটা কি বিনীতভাবে জানতে চাইতে পারি?
প্রতারণা, মিথ্যাচার, অবৈধ অর্থ নেয়া, এগুলো কি এভাবে প্রাতিষ্ঠানিক চর্চায় পরিনত হবে?
যারা এই নির্দেশ দিয়েছিলেন তাদের ছবি কোথায়? আমরা তাদের চিনে রাখতে চাই। অন্তত দেখলে পরে চিনতে পারবো।
মনে মনে বলতে পারবো
ফি নারে জাহান্নামা।‘
আরও খবর পেতে দেখুনঃ আবহাওয়া জলবায়ু – নিত্য নতুন ফিচার
Electricity Bill, Electricity Bill, Electricity Bill