আন্তর্জাতিক

‘গত ১০০ বছরে মার্কিন নির্বাচনে এত মানুষ আগাম ভোট দেয়নি’

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ নভেম্বর। তবে আগাম ভোট দেয়ার সুযোগ থাকায় ইতোমধ্যে ভোট দিয়েছেন প্রচুর সংখ্যক ভোটার। শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত ৫ কোটিরও বেশি নাগিরক ভোট দিয়েছেন। এর মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও

শনিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি ভোট দেন। ইউএস ইলেকশনস প্রজেক্ট জানিয়েছে, এবার এত নির্বাচনের আগে এত ভোট পড়বে যে গত একশো বছরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে এত মানুষ আগাম ভোট দেননি।

মূলত নির্বাচনের দিনে ভীড় এড়াতেই করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন। গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা। শুক্রবার পর্যন্ত ব্যালটে সিল মেরেছেন পাঁচ কোটি ৩৫ লাখের বেশি ভোটার।

ইউএস ইলেকশন্স প্রজেক্টের হয়ে কাজ করা ইউনিভার্সিটি অব ফ্লোরিডার অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ড সাম্প্রতিক আমেরিকান প্রবণতার কথা উল্লেখ করে পূর্বাভাস দিয়েছেন যে, এবারের নির্বাচনে আনুমানিক ১৫ কোটি মানুষ ভোট দেবে, যা ১৯০৮ সালের পর সর্বোচ্চ এবং যুক্তরাষ্ট্রের মোট ভোটারের ৬৫ শতাংশ।

২০১৬ সালের নির্বাচনের চেয়ে এবার টেক্সাসে ভোটের সংখ্যা ইতোমধ্যে ৭০ শতাংশ ছাড়িয়েছে। জর্জিয়ায় ১০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা গেছে অনেককে। রেকর্ড ১১ লাখ ভোট পড়েছে উইসকনসিনে। এ ছাড়া আগাম ভোট দিতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে ভার্জিনিয়া আর ওহাইওসহ আরও বেশ কিছু রাজ্যে।

ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য ফ্লোরিডায় দুই প্রার্থীর ব্যবধান কম। হাড্ডাহাড্ডি লড়াই হতে যাওয়া এই রাজ্যেও আগাম ভোট পড়েছে ৪০ লাখের বেশি। মহামারি এবারের মার্কিন নির্বাচনী প্রচারের ধরন বদলে দিয়েছে।

আরও খবর পেতে দেখুনঃ কর্পোরেট দুনিয়ার সংবাদফ্যাশন দুনিয়ার সংবাদ

Feel Good News, Feel Good News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =

Back to top button