খেলাধুলাফুটবল

বার্সেলোনার রেকর্ডে ভাগ বসালো বায়ার্ন

চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে জার্মান সুপারকাপের শিরোপা ঘরে তুলে নিল বায়ার্ন মিউনিখ । এই নিয়ে মৌসুমের পঞ্চম শিরোপা জিতে নিল বাভারিয়ানরা।

এর আগে এক মৌসুমে পাঁচ ট্রফি জেতার রেকর্ড ছিল বার্সেলোনার, সেই রেকর্ডে এবার ভাগ বসালো বায়ার্ন মিউনিখ ।

জোড়া গোল খেয়ে পিছিয়ে পড়া বরুশিয়া ডর্টমুন্ড ঘুরে দাঁড়ালো দারুণভাবে। শেষ পর্যন্ত অবশ্য ট্রেবল জয়ীদের আটকাতে পারেনি তারা। শেষ দিকে ব্যবধান গড়ে দিলেন জসুয়া কিমিচ। জার্মান সুপার কাপ জয়ের উল্লাসে মাতল বায়ার্ন মিউনিখ

দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম নারী রেফারি ৪১ বছর বয়সী বিবিয়ানা স্টাইনহাউস।
২০০৫ সালে আন্তর্জাতিক ম্যাচের জন্য ফিফার রেফারি প্যানেলে যোগ হয়েছিল বিবিয়ানার নাম।

তবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এই ট্রেবল জিতেছে দুইবার করে। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ২০১৪-১৫ মৌসুমে দ্বিতীয় ট্রেবল জেতার গৌরব অর্জন করেছিল বার্সেলোনা। গত পাঁচ বছর ধরে তারা একাই ছিল দুই ট্রেবলজয়ী ক্লাবে।

এবার ২০১৯-২০২০ মৌসুমে এসে বার্সেলোনার সঙ্গী হলো বায়ার্ন মিউনিখ। তারা আগেই জিতে রেখেছিল জার্মান বুন্দেসলিগা ও ডিএফবি পোকাল তথা জার্মান কাপ। রোববার রাতে কোম্যানের করা একমাত্র গোলের সুবাদে ২০১১-১২ মৌসুমের পর আবারও ট্রেবল জিতল বায়ার্ন।

ইউরোপিয়ান ফুটবলে শুধুমাত্র বার্সেলোনা ও বায়ার্নই ট্রেবল জিতেছে দুইবার করে। এছাড়া একবার করে ট্রেবল জেতা ক্লাবগুলো হলো সেল্টিক (১৯৬৬-৬৭), আয়াক্স (১৯৭১-৭২), পিএসভি আইন্ধোবেন (১৯৮৭-৮৮), ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৯৮-৯৯), ইন্টার মিলান (২০০৯-১০)।

এদিকে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ফ্রান্সের পঞ্চম ফুটবলার হিসেবে ফাইনাল ম্যাচে গোলের কীর্তি গড়লেন কোম্যান। তার আগে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করা ফ্রান্সের চার ফুটবলার হলেন করিম বেনজেমা (২০১৮), জিনেদিন জিদান (২০০২), মার্সেল ডিসেলি (১৯৯৪) এবং বাসেল বলি (১৯৯৩)।

আরও খবর পেতে দেখুনঃ সর্বশেষ খেলার খবরপ্রবাস নিউজ

Football Sports News, Football Sports News, Football Sports News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + one =

Back to top button