জাতীয়শিল্প ও বাণিজ্য

৩০০ মিলিয়ন ডলার ব্যয়ে দেশের প্রথম বায়োটেক ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই টেক সিটিতে দেশের প্রথম বায়োটেক ইন্ডাস্ট্রির নির্মাণকাজ শুরু হয়েছে সোমবার। এদিন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে নির্মিতব্য এ প্রজেক্টের যুগোপযুগী যাত্রা উদ্বোধন করেন।

চায়না বায়োলোজিক প্রডাক্ট এর সহযোগিতায় ওরিক্স বায়োটেক নামে একটি ইউ.এস. নাসদাক তালিকাভুক্ত বায়োটেক কোম্পানী তাদের প্লাজমা ফ্রাকশোনাশন প্লান্ট এর নির্মানকাজ শুরু করেছে।

৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে সামিট টেকনোপোলিস এর ব্লক-২-এ ওরিক্স বায়োটেকের প্লাজমা ফ্রাকশোনাশন প্লান্ট প্রকৃতিক প্লাজমা উৎপাদন করবে, যা জীবন সংরক্ষন থেরাপি হিসাবেও পরিচিত। এটা বাংলাদেশের বায়োটেক খাতে প্রথম বৈদেশিক সরসরি বিনিয়োগ।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা গবেষনার জন্য এটি একটি সময়োপযোগী বিনিয়োগ এবং সেবাক্ষেত্র। বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে প্রকল্পটি প্রায় ২,০০০ মানসম্পন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে আসা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এটাকে যুগোপযুগী ঘটনা হিসাবে উল্লেখ করে বলেছেন, “ওরিক্স প্রজেক্ট বায়োটেক ইন্ডাষ্ট্রি এর একটি যুগ উম্মুক্ত করলো এবং এটা বাংলাদেশের জন্য এরূপ হাই টেক প্রজেক্টসমূহের সূচনা মাত্র।”

সামিট গ্রুপের পরিচালক ফাদিহা খান বলেন, “বাংলাদেশে সামিট হাই-টেক বিনিয়োগকারীদেরকে স্বাগতম জানাচ্ছে, নিকটতম ভবিষ্যতে এটি একটি আঞ্চলিক হাব হিসেবে সুপরিচিতি লাভ করবে।”

চাইনিজ এম্বাসী ইকোনোমিক কাউন্সেলর অনলাইনে বক্তব্য রাখেন, তিনি বলেন “ওরিক্স বায়োটেক চায়নার টেকনোলোজি ব্যবহার করে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাবে।”

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া সামিট টেকনোপোলিসের ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা খানও উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর পেতে দেখুনঃ বাংলাদেশ ও রাজনীতি –  খোলা জানালা 

Good News Biotech, Good News Biotech

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − four =

Back to top button