করোনাভাইরাস

কোভিড-১৯ঃ সুস্থ আরও ১,৫৬০ জন, মৃত্যু ২৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬০ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ২৯৮ জন।

এছাড়া, সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৪৬ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২০৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জন করোনা রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন,দেশের ৫২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাতে আরও ২ হাজার ৭৩৫ জনের মধ্যে কোভিদ-১৯ সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে  দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০৪ জনে।

নাসিমা সুলতানা বলেন,দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৬৫৭ জন। সব মিলে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন মোট ১৪ হাজার ৫৬০ জন। এবং গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২৯৭ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ১১ হাজার ৮৭১ জন রোগী।

তিনি বলেন,নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৫ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩৬ শতাংশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দেশে আরও ১ হাজার ৫২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৫ জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সদ্য প্রকাশিত সংবাদ দেখুনঃ খোলা জানালাআন্তর্জাতিক সংবাদ

Good News Sites, Good News Sites, Good News Sites

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Back to top button