৫ মাসে পুরো কুরআন মুখস্থ করল শিশু মাহবুব
ছোট্ট শিশু মো. মাহবুবুর রহমান। মাত্র ৫ মাস ১৭ দিনে পুরো কুরআনুল কারিম মুখস্থ করার অনন্য কৃতিত্ব অর্জন করেছে। চাঁদপুরের কচুয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদরাসার ছাত্র হাফেজ মো. মাহবুবুর রহমান। মাদরাসার হিফজ পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন করে।
হাফেজ মো. মাহবুবুল ইসলাম কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে।
কচুয়া বড় মসজিদে গত রোববার বাদ জোহর তাকে পাগড়ি প্রদান (দস্তারবন্দী) করেন শায়খ জাকারিয়া রা. রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আবু হানিফার সভাপতিত্বে ও মুহাদ্দিস মাওলানা ছানাউল্যাহর পরিচালনায় পাগড়ি প্রদান ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- কচুয়া বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, নব নির্বাচিত কাউন্সিলর মাসুদ আলম প্রধানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা।
আল্লাহ তাআলা হাফেজ মো. মাহবুবুর রহমানকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।
আরও খবর পেতে দেখুনঃ ফ্যাশন সংবাদ – কর্পোরেট সংবাদ
Great News, Great News