Lead Newsআইন ও বিচার

এমপি নিক্সন চৌধুরীর আগাম জামিন আপিলেও বহাল

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। আজ বৃহস্পতিবার জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া না দিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননী এই আদেশ দেন।

আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম. সাইফুল আলম।

এর আগে গত ২০ অক্টোবর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ তাঁকে আগাম জামিন দেন। গত ১৮ অক্টোবর তিনি আগাম জামিনের আবেদন করেন।

গত ১৫ অক্টোবর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন (ইসি)। জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন।

ইসি সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন হয়। ওই নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) হুমকি এবং নির্বাচন কর্মকর্তাদের গালাগাল করেন নিক্সন চৌধুরী। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অশোভন আচরণের বিষয়ে প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনেও চিঠি দেওয়া হয়।

আরও আপডেট খবর পেতে দেখুনঃ জীবন যাপনকর্পোরেট দুনিয়া

Good Happy News, Good Happy News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 2 =

Back to top button