আন্তর্জাতিক

করোনার লকডাউনের সময় প্রতিঘন্টায় ৯০ কোটি কামিয়েছেন মুকেশ আম্বানি

বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় মুকেশ আম্বানি। করোনার কারণে চলা লকডাউনে যখন ভারতে একের পর এক কলকারখানা, কোম্পানি বন্ধ হয়েছে। সে সময় সমান তালে অর্থ কামিয়েছেন তিনি।

ফেসবুক থেকে শুরু করে একাধিক বহুজাতিক সংস্থা তার সংস্থার শেয়ার কিনে অংশীদার হয়েছে। আর ফুলেফেঁপে উঠেছে আম্বানির সম্পদ।

মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ এখন দাঁড়িয়েছে ৬,৫৮,৪০০ কোটি রুপি। শুধু ফেসবুক, গুগল, সিলভার লেকের মতো দুনিয়াখ্যাত সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তিনি ঘরে তুলেছেন দুই লাখ ৭৭ হাজার ৭০০ কোটি রুপি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, লকডাউনের সময় ফেসবুক থেকে শুরু করে একাধিক বহুজাতিক সংস্থা রিলায়েন্স-এর শেয়ার কিনে অংশীদার হয়েছে। আর ফুলে ফেঁপে উঠেছে আম্বানির সম্পত্তি। ইন্ডিয়ার ধনী ব্যক্তির তালিকায় এ নিয়ে টানা নবমবার তিনি শীর্ষে। মুকেশ আম্বানির বর্তমান ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৫৮ হাজার ৪০০ কোটি টাকায়। শুধু ফেসবুক, গুগল, সিলভার লেকের মতো দুনিয়া খ্যাত সংস্থার সঙ্গে জোট বেঁধে তিনি আয় করেছেন ২ লাখ ৭৭ হাজার ৭০০ কোটি ভারতীয় টাকা।

সেই মার্চ মাস থেকে শুরু করে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ তাকে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা দিয়েছে। তালিকায় থাকা বাকি পাঁচ এশীয় ধনীর সম্মিলিত সম্পদের তুলনায় তার মোট সম্পত্তির পরিমাণ অনেক বেশি। একাধারে তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হয়ে গেছেন।

হিসাবে করে দেখা গেছে, করোনায় লকডাউন চলাকালে প্রতি ঘণ্টায় ৯০ কোটি রুপি কামিয়েছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পত্তির পরিমাণ এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা দিয়েছে তাকে।

তার মোট সম্পত্তি তালিকায় থাকা বাকি পাঁচ জনের সম্মিলিত সম্পদের তুলনায় অনেক বেশি। একাধারে তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হয়েছেন।

ভারতে সবার শীর্ষে মুকেশ আম্বানিই। দ্বিতীয় স্থানে রয়েছেন লন্ডন নিবাসী হিন্দুজা ব্রাদার্স। উইপ্রোর আজিম প্রেমজি রয়েছেন পঞ্চম স্থানে।

এদিকে, মুকেশের সাম্রাজ্য ফুলেফেঁপে উঠলেও তার ভাই অনিল আম্বানি দেউলিয়া ঘোষণা করেছেন নিজেকে। তিনি নাকি বউয়ের গয়না বেচে মামলার খরচ জোগাচ্ছেন।

আপডেট সব খবর পেতে চোখ রাখুন এখানেঃ সম্মান ও স্বীকৃতি ধর্ম ও জীবন

International News, International News, International News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =

Back to top button