আন্তর্জাতিক

পদত্যাগ করলেন জর্ডানের প্রধানমন্ত্রী রাজ্জাজ

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ দেশটির প্রধানমন্ত্রী ওমর আল রাজ্জাজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও ওমর আল রাজ্জাজকে ১০ নভেম্বর অনুষ্ঠেয় জর্ডানের জাতীয় নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকতে হবে।

জর্ডানের রাজতান্ত্রিক সরকার গত সোমবার চার বছর মেয়াদী সংসদকে ভেঙে দেয়। দেশটির সংবিধানের নিয়ম অনুযায়ী চার বছর মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে।

রাজা আবদুল্লাহ স্থানীয় সংবাদমাধ্যম আল ঘাদকে বলেছেন, ‘আমি তার পদত্যাগপত্র গ্রহন করেছি। কিন্তু তাকে আমি আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছি’।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থার বিশাল অংকের ঋণ পরিশোধের জন্য ২০১৮ সালে জর্ডানের রাজা আবদুল্লাহ কর বৃদ্ধির সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামে দেশটির সাধারণ জনগণ। সেই সময় আন্দোলন দমাতে রাজা আবদুল্লাহ প্রধানমন্ত্রী হিসেবে আল রাজ্জাজকে নিযুক্ত করেন।

এদিকে সূত্রের নাম উল্লেখ না করে আলজাজিরা জানায়, মুলকির পর দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বর্তমান শিক্ষামন্ত্রী ওমার আল-রাজ্জাজ। ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদের দেশজুড়ে বেশ সুনাম রয়েছে।

দেশব্যাপী ওই বিক্ষোভে মুলকির পদত্যাগ দাবি করা হয়। তার সরকার দেশটির নাগরিকদের আয়কর শতকরা ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে। ২০১৬ সালে দেশটিতে প্রধানমন্ত্রীর পদের বসেন মুলকি। আঞ্চলিক রাজনৈতিক গোলযোগ ও শরণার্থী সংকটের মধ্যেও তার আমলে দেশটির অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরব দেশগুলোর মধ্যে জর্ডান বিভিন্নভাবে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। দেশটির অর্থনীতি এখনো বিদেশি সাহায্যের ওপর নির্ভর করেই চলছে। এর মধ্যেই অবস্থার সামাল দিতে দেশটিতে নিত্যপণ্যের দাম বাড়ানো ও আয়কর বৃদ্ধির প্রস্তাব আনা হয়।

আরও খবর পেতে দেখুনঃ রাজনীতিইতিহাসের ডায়েরী

Jordan Prime Minister, Jordan Prime Minister, Jordan Prime Minister,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − two =

Back to top button