খালেদা রাজি না হওয়াতে উন্নত চিকিৎসা দেয়া যাচ্ছে না: মেডিকেল বোর্ড
Begum Khaleda Zia News: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে। এতে মেডিকেল বোর্ড বলেছে, খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।
এতে আরও উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়ার ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। এর আগে, বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বেগম জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পৌঁছানো হয়।
গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার জামিন শুনানিতে সর্বশেষ শারীরিক অবস্থা জানতে মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন চান সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও সেদিন (৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ তা করতে পারেনি। প্রতিবেদন দিতে না পারায় এজলাসে তুমুল হট্টগোল হয়।
আদালত জিয়ার জামিন শুনানি এক সপ্তাহ পিছিয়ে ১২ ডিসেম্বর এবং ১১ ডিসেম্বরের মধ্যে খালেদার শারীরিক অবস্থার রিপোর্ট দাখিল করতে বলেন। সেই ধারাবাহিকতায় আজ উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নিয়ে আপিল আবেদন খারিজ করে দেন।
এদিকে, খালেদা জিয়ার জামিন শুনানিকে ঘিরে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এলাকায় সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপিল বিভাগের তালিকাভুক্ত ছাড়া কোন আইনজীবীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এজন্য আপিল বিভাগে প্রবেশের সময় পরিচয়পত্র দেখাতে বলা হচ্ছে।
আরও সংবাদ পেতেঃ চলমান রাজনীতি, বেগম খালেদা জিয়া
Tag: Khaleda Zia News