জামিয়া শিক্ষার্থীদের সমর্থন দিয়ে ‘চাকরি’ হারালেন অভিনেতা সুশান্ত সিং
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ভারতের একাধিক রাজ্য। নতুন এই আইনের বিরুদ্ধে হওয়া মিছিল নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার প্রতিবাদে দেশটির শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্টরাও সরব হয়েছে।
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে শিক্ষার্থী ও কর্মচারীদের মারধর করার প্রতিবাদে প্রায় গোটা দেশেই ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ।
দেশটির এমন উত্তাল মুহূর্তে নতুন আরেকটি খবর ছেপেছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার জন্য কার্যত ‘চাকরি’ হারালেন টিভির পরিচিত মুখ সুশান্ত সিং।
সুশান্ত দেশটির একটি টিভি চ্যানেলে ২০১২ সাল থেকে ‘সাবধান ইন্ডিয়া’ নামের একটি ক্রাইম শো উপস্থাপনা করে আসছিলেন। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই তাঁকে ওই অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
তার পরই সুশান্ত তাঁর টুইটারে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘কথা বলার কারণে একটি ছোট মূল্য দিতে হয়েছে আমাকে। এবং সাবধান ইন্ডিয়া অনুষ্ঠানের সঙ্গে আমার যাত্রা শেষ হয়ে গেল।’
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে ‘সাবধান ইন্ডিয়া’ অনুষ্ঠানটির উপস্থাপনা করে আসছিলেন সুশান্ত সিং। ২০১২ সালে রাজকুমার সন্তোষীর ছবি ‘দ্য লেজেন্ড অব ভগত সিং’ এ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সুখদেবের ভুমিকায় অভিনয় করে প্রশংসিত হন তিনি।
সংশোধিত নাগরিকত্ব আইন অনুসারে, ধর্মী নির্যাতনের শিকার হয়ে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব দিবে ভারত সরকার।
আরও খবরঃ বিবিধ ও রাজনৈতিক হালচাল
ট্যাগঃ Latest Bangla news today, Today latest Bangla news,