উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। ‘ক্রিকেটের বাইবেল খ্যাত’ উইজডেন পত্রিকা নিজেদের ওয়েবসাইটে দশক সেরা ওয়ানডে দল ঘোষনা করেছে এবং গত এক দশকে নিজের পারফরমেন্স দিয়ে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। এমনকি অলরাউন্ডার হিসেবে পারফরমেন্স বিবেচনায় গত এক দশকে তার ধারে কাছে কেউ নেই।
উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে রয়েছেন ছয় ব্যাটসম্যান, চার পেস বোলার ও এবং একজন অলরাউন্ডার। খবর বাসস।
গত এক দশকে সাকিব ১৩১ ওয়ানডে ম্যাচ খেলে ব্যাট হাতে ৪২৭৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৭ উইকেট। এ বছরের বিশ্বকাপের শীর্ষ পারফরমারদের একজন ছিলেন সাকিব।
দুর্নীতির প্রস্তাব পেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন সাকিব আল হাসান। তবে ক্যারিয়ারে এ পর্যন্ত যা অর্জন করেছেন তাতো আর মিথ্যে হয়ে যেতে পারে না।
গতকাল শনিবার উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে আছেন ভারতের তিন খেলোয়াড়। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার আছেন দু’জন করে। এ ছাড়া ইংল্যান্ড, শ্রীলংকা ও নিউজিল্যান্ডের আছেন এক জন করে।
উইজডেনের দশক সেরা ওয়ানডে দল: ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ডেল স্টেইন, ট্রেন্ট বোল্ট।
পারফরমেন্সে এক দশক:
রোহিত শর্মা-ভারত, ম্যাচ-১৫৯, রান-৮৮১৬, গড়-৫৩.৫০
ডেভিড ওয়ার্নার-অস্ট্রেলিয়া, ম্যাচ-১০৯, রান-৪৮৮৪, গড়-৪৭.৮৮
বিরাট কোহলি-ভারত, ম্যাচ ২২৬, রান-১১০৪০, গড়-৬০.৬৫
এবি ডি ভিলিয়ার্স-দ:আফ্রিকা, ম্যাচ ১৩৫, রান-৬৪৮৫, গড়-৬৪.২০
জস বাটলার-ইংল্যান্ড, ম্যাচ-১১২, রান ৩৮৭৩, গড়-৪০.৮৮
মহেন্দ্র সিং ধোনি-ভারত, ম্যাচ-১৯৬, রান-৫৬৪০, গড়- ৫০.৩৫
সাকিব আল হাসান-বাংলাদেশ, ম্যাচ-১৩১, রান-৪২৭৬, গড়-৩৮.৮৭, উইকেট-১৭৭, গড়-৩০.১৫
লাসিথ মালিঙ্গা-শ্রীলংকা, ম্যাচ- ১৬২, উইকেট-২৪৮. গড়- ২৮.৭৪
মিচেল স্টার্ক-অস্ট্রেলিয়া, ম্যাচ- ৮৫, উইকেট-১৭২, গড়-২০.৯৯
ট্রেন্ট বোল্ট- নিউজিল্যান্ড, ম্যাচ-৮৯, উইকেট-১৬৪, গড়-২৫.০৬
ডেল স্টেইন-দক্ষিণ আফ্রিকা, ম্যাচ-৯০, উইকেট-১৪৫, গড়-২৪.৮০
আরও খবরঃ খেলার খবর ও সাকিব আল হাসান
Tag: Latest cricket news today, Today latest cricket news